মঙ্গলবার, ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

আম্ফানে বিধ্বস্ত ক্ষতিগ্রস্ত গোসাবা ব্লকে নামলো সেনা

News Sundarban.com :
জুন ১, ২০২০
news-image

সুভাষ চন্দ্র দাশ,ক্যানিং –

সোমবার দক্ষিণ ২৪ পরগনা জেলার গোসাবা ব্লকের সাতজেলিয়া ও লাহিড়ীপুর অঞ্চলের বিভিন্ন গ্রামে ঘূর্ণিঝড় আমফানের দাপটে ক্ষতিগ্রস্ত এলাকায় গাছ কাটা ও বিদ্যুতের খুঁটি সরানোর কাজে নাম নামলো ভারতীয় সেনা বাহিনীর জওয়ানরা।গত ২০ মে ঘূর্ণিঝড় আম্ফানের দাপটে সুন্দরবনের বিভিন্ন অঞ্চল গুলি তছনছ হয়ে যায়।দক্ষিণ ২৪ পরগনা জেলা জুড়ে প্রায় ১০ লক্ষের বেশি ঘরবাড়ি ক্ষয়ক্ষতি হয় আম্ফানের দাপটে।ঝড়ের তান্ডবে পড়ে যায় হাজার হাজার গাছপালা,বিদ্যুতের খুঁটি,ছিঁড়ে যায় বিদ্যুৎতের তার।প্রশাসন সূত্রে জানা গেছে দুই কলম সেনা আসে জেলায় গাছ কাটা ও বিদ্যুতের খুঁটি সরানোর কাজে।গত ৩১ মে নামখানা,বকখালিতে গাছ কাটা ও বিদ্যুতের খুঁটি সরানোর কাজ শুরু করে এক কলম সেনা।আর পরের দিন গোসাবা ব্লকে কাজ শুরু করলো এক কলম সেনা।ক্যানিং মহকুমা বাসন্তী ব্লকে ও আম্ফানে ক্ষতিগ্রস্ত এলাকায় গাছ কাটা ও বিদ্যুতের খুঁটি সরানোর কাজ করবে সেনা।এদিকে আম্ফানের তান্ডবে গোসাবা ব্লকে ১৫৩০ টি বিদ্যুৎতের খুঁটি পড়ে যায়, বিদ্যুৎতের তার ছিঁড়ে যায়,পড়ে যায় হাজার হাজার গাছপালা এবং প্রায় ৬২ হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়।গোসাবা বিডিও সৌরভ মিত্র জানিয়েছেন ঘূর্ণিঝড় আম্ফানের দাপটে ক্ষতিগ্রস্ত এলাকায় গাছ কাটা ও বিদ্যুতের খুঁটি সরানোর কাজ শুরু করেছে সেনা।যাতে ক্ষতিগ্রস্তদের কোন রকম অসুবিধা না হয়,তার জন্য সরকার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে।“