শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

চিকিত্সার পর সুস্থ হয়ে বাড়ি ফেরেন তাঁরা

News Sundarban.com :
মে ২৭, ২০২০
news-image

করোনাকে জয় করে বাড়ি ফিরে এসেছেন তাঁরা। সঙ্গে রয়েছে স্বাস্থ্য দফতরের দেওয়া ফিট সার্টিফিকেটও। তবুও কার্যত একঘরে হয়ে রয়েছেন একদা করোনা আক্রান্ত মালদার ১২ জন শ্রমিক ও তাঁদের পরিবারের সদস্যরা।

মালদার ইংরেজবাজারের মিল্লি এলাকার বাসিন্দা ওই ১২ জন বাসিন্দা। কাজের সূত্রে ভিনরাজ্যে থাকতেন তাঁরা। মালদায় ফেরার পর জেলা স্বাস্থ্য দফতর তাঁদের লালারস পরীক্ষা করেন। তাঁদের শরীরে করোনার সংক্রমণ ধরা পড়ায় পুরাতন মালদা নারায়ণপুরে কোভিড হাসপাতালে ভর্তি করা হয়। চিকিত্সার পর সুস্থ হয়ে বাড়ি ফেরেন তাঁরা।অভিযোগ, গ্রামের ফেরার পরও গ্রামের একাংশ বাসিন্দা তাঁদের ঘরে ঢুকতে বাধা দেন। পরে স্বাস্থ্য দফতরের দেওয়া ফিট সার্টিফিকেট দেখানোর পর ঘরে ঢোকার অনুমতি দেওয়া হলেও সামাজিক বয়কটের ফরমান দেওয়া হয়। শ্রমিকদের অভিযোগ, গ্রামের মানুষ তাঁদের সঙ্গে কথা বলছেন না, দুর্ব্যবহার করছেন। এরপর তাঁরা ইংরেজবাজারের মিল্কি গ্রাম পঞ্চায়েতের প্রধান নিজাম আলির দ্বারস্থ হন।zee24