শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

নেইমারকে বার্সায় ফেরানো নিয়ে ক্লাবের কর্মকর্তারা দুই ভাগে বিভক্ত

News Sundarban.com :
মে ১৯, ২০২০
news-image

প্যারিস সেন্ট জার্মেইনে অসুখী নেইমার আবার বার্সেলোনায় ফিরতে চান। নেইমারকে আবার বার্সায় ফেরানো নিয়ে ক্লাবের কর্মকর্তারা দুই ভাগে বিভক্ত। একপক্ষ মনে করছে তাকে আবার বার্সায় ফেরাতে হবে। অন্যপক্ষ বিপক্ষে। এরই মধ্যে করোনাভাইরাসের প্রাদুর্ভাব নেইমারের বার্সায় ফেরার স্বপ্নে দিয়েছে বড় ধাক্কা।

নেইমারের আবার ক্যাম্প ন্যুতে ফেরার স্বপ্ন সত্যি হবে কি-না বলা কঠিন। তবে ব্রাজিলের সাবেক এক স্ট্রাইকার নেইমারের কাতালান শিবিরে ফেরার পথে কাঁটা ছড়াচ্ছেন। তার মতে, বার্সার ঠিক হবে না আবার নেইমারকে ফেরানো। তিনি নেইমারের স্বপ্ন এবং সেই স্বপ্ন নিয়ে পিএসজি যাওয়ার কারণ নিয়েও প্রশ্ন তুলেছেন।

ব্রাজিলের হয়ে ১৫ ম্যাচ খেলা বায়ার্ন মিউনিখের সাবেক স্ট্রাইকার জিওভান্নি এলবার বলেন, ‘সে যেহেতু নিজেই বার্সা ছেড়েছে, আমার মতে আবার তাকে দলে ফেরানো উচিত হবে না। বার্সার সঙ্গে সে খারাপ ব্যবহার করেছে। বার্সা ছাড়ার সময় বলেছে বিশ্ব সেরা হতে চাই।’

কিন্তু পিএসজিকে বেছে নিয়ে সেরা হওয়ার স্বপ্ন দেখায় নেইমারের উপহার করেছেন তিনি, ‘ঈশ্বরের কসম, পিএসজিতে খেলে আপনি বিশ্ব সেরা হতে পারবেন না। সেজন্য আপনাকে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনায় খেলতে হবে। যেখানে আপনি চ্যাম্পিয়নস লিগ জিততে পারবেন। আমার বিশ্বাস পিএসজি আগামী তিন-চার মৌসুমেও চ্যাম্পিয়নস লিগ জিততে পারবে না।’

নেইমার পিএসজি গিয়ে তিনটি লিগ ওয়ান শিরোপা জিতেছেন। যদিও ইনজুরির কারণে ফ্রান্সে নিজেকে পুরোপুরি মেলে ধরতে পারেননি তিনি। আগের দুই মৌসুমে চ্যাম্পিয়নস লিগের ‍গুরুত্বপূর্ণ ম্যাচে ইনজুরির কারণে খেলতে পারেননি। তবে চলতি মৌসুমে ইউরোপ সেরার লড়াইয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে পিএসজি। নেইমারও ইনজুরি মুক্ত আছেন। নিজেকে প্রমাণ করার এটাই তাই সেরা সুযোগ তার।