শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ঝড় মোকাবিলা করতে ১০০ দিনের শ্রমিকদের নিয়ে সুন্দরবনে গড়া হল ‘বিপর্যয় মোকাবিলা বাহিনী’

News Sundarban.com :
মে ১৮, ২০২০
news-image

সুভাষ চন্দ্র দাশ,ক্যানিং –

‘আমফান ঝড়’ মোকাবিলা করতে ‘একশো দিনের কাজে’ যুক্ত শ্রমিকদের নিয়ে সুন্দরবনে গঠন করা হল উদ্ধার ‘বিপর্যয় মোকাবিলা বাহিনী’। শুধু দক্ষিণ ২৪ পরগনা নয়, রাজ্যে এই ধরণের উদ্যোগ প্রথম। ক্যানিং-১ ব্লকের নিকাটিঘাটা গ্রাম পঞ্চায়েত এলাকার ৫০ জনকে নিয়ে গড়া হয়েছে বিপর্যয়কালীন এই উদ্ধার বাহিনী। এই বাহিনীর সদস্যরা মূলত নদী সংলগ্ন এলাকার বসবাসকারী। ম্যানগ্রোভ জঙ্গল এবং নদীজীবী। শারীরিক ভাবে খুবই শক্তিশালী। ঝড়ে কেউ গাছ বা বাড়ি চাপা পড়লে কিংবা বাঁধ ভাঙলে এরাই উদ্ধার করার জন্য ঝাঁপিয়ে পড়বেন। প্রয়োজনে উদ্ধার করে নিরাপদ আশ্রয়স্থলে নিয়েও যাবেন। সোমবার থেকে তাঁরা নদী এলাকা পাহারা দিতে শুরু করেছেন। দক্ষিণ ২৪ পরগনা জেলার MGNREGA দপ্তরের জেলা প্রকল্প আধিকারিক সৌরভ চট্টোপাধ্যায়ের উদ্যোগে এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানাগেছে।