শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

পাথরপ্রতিমা অসহায় মৎস্যজীবি পরিবারদের পাশে দাঁড়ালো রামগঙ্গা বনদফতর

News Sundarban.com :
মে ১১, ২০২০
news-image

সাহিল আনোয়ার, পাথরপ্রতিমা :

সরকারি নির্দেশে চলা লকডাউনের জেরে কর্মহীন হয়ে গৃহবন্দী মানুষ। সরকারি নিষেধাজ্ঞা জারি করা হয়েছে মৎস্যজীবীদের উদ্দেশ্যেও। ফলে চরম সংকটের মধ্যে পড়েছেন মৎস্যজীবীরা। অসহায় অবস্থার মধ্যে দিন কাটাচ্ছে মৎস্যজীবী পরিবারগুলো। সেই সন্ধিক্ষণে দাঁড়িয়ে পাথর প্রতিমায় গরিব মৎস্যজীবীদের পাশে দাঁড়ালো বনদফতর। পাথর প্রতিমার রামগঙ্গা রেঞ্জার অফিসার ও রামগঙ্গা বনদফতরের কর্মীদের যৌথ উদ্যোগে ধনচি বিট অফিসার চক্রধর দাস ও স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান প্রদ্যুৎ বর্মনের উপস্থিতিতে রবিবার বিকালে শ্রীধরনগরের এল প্লটে প্রায় শতাধিক গরীব মৎস্যজীবী পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন রামগঙ্গা রেঞ্জার অফিসার সৌগত মুখার্জি।