বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের হাতে ত্রাণ তুলে দিয়ে স্ত্রীর জন্মদিন পালন

News Sundarban.com :
মে ৬, ২০২০
news-image

বিশ্লেষণ মজুমদার, ক্যানিং –

বিশেষ ভাবে চাহিদা সম্পন্ন মানুষের হাতে ত্রাণ তুলে দিলে স্ত্রী’র জন্মদিন পালন করলেন এক যুবক। বুধবার বিকালে ক্যানিংয়ের সাতমূখী বাজার ও নিকারীঘাটা এলাকার প্রায় ৬০ জন বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের হাতে ত্রাণ তুলে দিলেন।ক্যানিংয়ের যুবক সঞ্জীব মন্ডল। পেশায় তিনি একজন ব্যবসায়ী। প্রতিবছর স্ত্রীর জন্মদিন এবং বিবাহ বার্ষিকী পালন করেন ধূমধাম করে।বর্তমানে দেশ তথা সমগ্র বিশ্বে থাবা বসিয়েছে করোনা ভাইরাস। আর সেই ভাইরাস ঠেকাতে চালু রয়েছে লকডাউন। লকডাউন চলায় কাজকর্ম হারিয়ে সাধারণ মানুষজন বাড়িতে আবদ্ধ রয়েছেন। পাশাপাশি যেটুকু সঞ্চিত খাদ্যসামগ্রী ও অর্থ গচ্ছিত ছিল তা প্রায় শেষ।ফলে চরম বিপাকে পড়েছেন সাধারণ মানুষজন।বিশেষ করে সমস্যায় জর্জরিত হয়ে আছেন বিশেষ চাহিদা সম্পন্ন মানুষজন।সঞ্জীব মন্ডল তাদের কথা চিন্তা করে স্ত্রী রীণা মন্ডলের সাথে আলোচনা করে ঠিক করেন যে, এবছর একটু অন্যভাবে জন্মদিন পালন করবেন । সেইমতো একটি স্বেচ্ছাসেবী সংস্থার কর্মকর্তা খোকন মন্ডলের সাথে যোগাযোগ করে সাড়ে প্রায় ৬০ জন বিশেষ চাহিদাসম্পন্ন মানুষজন কে একত্রিত করেন। সামাজিক দুরত্ব বজায় রেখেই সাড়ে তিন কেজি চাল,১ কেজি আলু, ৪০০ গ্রাম ডাল,১৫০ গ্রাম সোয়াবিন সহ খাদ্যসামগ্রী তুলেদেন প্রায় ৬০ জন বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের হাতে। আগামী দিনে আরো ৪০ জন কে দেওয়া হবে বলে জানিয়েছেন।