বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

আরও অর্থ সহায়তার আহ্বান জাতিসংঘের

News Sundarban.com :
মে ৫, ২০২০
news-image

মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) টিকা আবিষ্কারে বিশ্বব্যাপী যে গবেষণা চলছে তার জন্য আরও অর্থ সহায়তার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

সোমবার অনলাইনে অনুষ্ঠিত জাতিসংঘের এক সম্মেলনে প্রাথমিকভাবে ৮২০ কোটি ডলার উঠবে বলে ধারণা করা হচ্ছে।

ওই সম্মেলনে দেওয়া এক ভিডিও বার্তায় গুতেরেস বলেন, এর টিকা ওষুধ উদ্ভাবন করে সেগুলো সারা বিশ্বে সরবরাহ করতে আরও পাঁচ গুণ অর্থের প্রয়োজন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এই তহবিলে ইতোমধ্যে যুক্তরাজ্য, নরওয়ে, জাপান, কানাডা এবং সৌদি আরব অর্থ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। যুক্তরাষ্ট্র এই প্রক্রিয়ার সঙ্গে জড়িত নয়।

এর আগে এই মহামারি মোকাবেলায় বিশ্ব নেতারা যেভাবে কাজ করছেন তার সমালোচনা করেন জাতিসংঘ মহাসচিব।