শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

অসহায় মানুষদের পাশে অবিনাশী কৃষি সেবা কেন্দ্র

News Sundarban.com :
মে ৩, ২০২০
news-image

সাহিল আনোয়ার, রায়দিঘি :

করোনা সংক্রমণ থেকে বাঁচাতে সরকারি নির্দেশে চলা লকডাউনের জেরে চ্যাপলা গ্রামের অসহায় মানুষদের পাশে দাঁড়ালো মথুরাপুর ২ নম্বর ব্লকের দিঘীরপাড় বকুলতলা গ্রাম পঞ্চায়েতের চ্যাপলা এলাকার অবিনাশী কৃষি সেবা কেন্দ্র। রবিবার সকালে এই কৃষি সেবা কেন্দ্রের উদ্যোগে সেবা কেন্দ্রের প্রাঙ্গণ থেকে ৮০ জন দুস্থ অসহায় পরিবারের হাতে মুড়ি, চিড়ে, বাতাসা, চানাচুর, বিস্কুট, দুধ, তেল, সাবান ও মাস্ক তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন সভাপতি বিশ্বনাথ ন্যায়বান, সহ-সভাপতি তারকনাথ পুরকাইত, সম্পাদক অরবিন্দ পুরকাইত, সহকারি সম্পাদক গৌতম গায়েন, কোষাধ্যক্ষ সুশীল বাউর, সমাজসেবী জয়ন্ত ভান্ডারী ও মিলন গায়েন প্রমুখ।