বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

মাদক পাচারের চেষ্টা, লক্ষাধিক টাকার হেরোইন সহ গ্রেফতার ৩ পাচারকারী

News Sundarban.com :
এপ্রিল ৩০, ২০২০
news-image

সুভাষ চন্দ্র দাশ,ক্যানিং —

গোপনসুত্রে খবর পেয়ে বারুইপুর পুলিশ জেলার জীবনতলা থানার অধিনস্থ ঘুটিয়ারী শরীফ ফাঁড়ির ওসি সমরেশ ঘোষের নেতৃত্ব বিশাল পুলিশ বাহিনী রাতে অন্ধকারে অভিযান চালিয়ে লক্ষাধিক টাকার নিষিদ্ধ মাদক দ্রব্যসহ এক মাদক পাচারকারী দুষ্কৃতি কে গ্রেফতার করলো পুলিশ।
ধৃতের নাম আহম্মদ লস্কর। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে দক্ষিণ ২৪ পরগনা জেলার জীবনতলা থানার ঘুটিয়ারি শরীফ ফাঁড়ির হালদারপাড়া এলাকায়।স্থানীয় সূত্রে জানা গেছে ঘুটিয়ারি শরীফের হালদার পাড়া এলাকার বাসিন্দা আহম্মদ লস্কর বেশ কয়েক মাস ধরেই গোপনে চোরাপথে হিরোইনের রমরমা কারবার করছিল।আর ঘুটিয়ারি শরীফ পুলিশ ফাঁড়ির পুলিশ গোপনে পেয়ে যায় এই খবর। ফাঁড়ির ওসি সমরেশ ঘোষের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এলাকায় অভিযান চালিয়ে হিরোইন সহ হাতে নাতে ধরে ফেলে নিষিদ্ধ মাদক পাচারকারী আহম্মদ লস্কর কে।ধৃতের কাছ থেকে পুলিশ ৫০ গ্রাম হিরোইন উদ্ধার করেছে।এই মাদক দ্রব্যের আনুমানিক বাজার মূল্য লক্ষাধিক টাকা।পুলিশ ধৃত আহম্মদ লস্কর কে জিঞ্জাসাবাদ করে ইরান লস্কর ও জাকির বৈদ্য নামে আরো দুই দুষ্কৃতিকে গ্রেফতার করে।এ দিকে ঘুটিয়ারি শরিফ এখন আন্তর্জাতিক হেরোইন ও গাঁজার বাজার হয়ে উঠছে এমনি চাঞ্চল্য তথ্য বিভিন্ন মহলে ঘুরপাক খাচ্ছে।সুন্দরবনের নদীর জলে পথে এবং সড়ক ও রেল পথের মাধ্যমে চোরা পথে ঢুকে যাচ্ছে আন্তর্জাতিক হেরোইন,গাঁজা কারবারিরা।ফলে ঘুটিয়ারি শরিফ থেকে গোপনে চোরা পথে হেরোইন ও গাঁজা চলে যাচ্ছে জেলার বিভিন্ন প্রান্তে। লকডাউন চলায় বিভিন্ন যানবাহন বন্ধ হয়ে যাওয়া স্বত্বে ও নিষিদ্ধ মাদক কারবারীরা তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছিল।পুলিশ জানান গোপন সূত্রে খবর পেয়ে হানা দিয়ে হিরোইন সহ তিন মাদক পাচারকারী কে গ্রেফতার করা হয়েছে।পাশাপাশি এই উদ্ধার হওয়া নিষিদ্ধ মাদক দ্রব্য কোথায় থেকে কোথা নিয়ে যাওয়া হচ্ছিল,আর কে বা কারা জড়িত রয়েছে সে বিষয়ে ধৃতদের কে জিজ্ঞাসাবাদ করে তদন্ত শুরু করেছে ঘুটিয়ারী শরীফ ফাঁড়ির পুলিশ।এমনকি কোন আন্তর্জাতিক কারবারির সঙ্গে যুক্ত রয়েছে কিনা সে বিষয়টিও খতিয়ে দেখছে পুলিশ।