বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

রাতে অন্ধকারে অভিযান চালিয়ে নাবালকের বিয়ে বন্ধ করলো পুলিশ

News Sundarban.com :
এপ্রিল ২৮, ২০২০
news-image

সুভাষ চন্দ্র দাশ,ক্যানিং –

করোনার তান্ডবে বর্তমান সময়ে দাঁড়িয়ে সারা দেশ জুড়ে চলছে লকডাউন। সরকারী সমস্ত দপ্তর প্রায় বন্ধ করে দিয়েছে।বাড়িতে বসে অনেকেই অফিসের কাজ সারেছেন। কেবলমাত্র করোনা ভাইরাসের হাত থেকে রক্ষা পাবার জন্য। লকডাউন আইনের সমস্ত নিয়মকে কার্যকরী করতে প্রশাসন অবিরাম চেষ্টা ও সচেতনতা চালিয়ে যাচ্ছেন। কিন্তু সরকারের এই সমস্ত আইনকে বুড়ো আঙুল দেখিয়ে দক্ষিণ ২৪ পরগনা জেলার বাসন্তী ব্লকের ঝড়খালী অঞ্চলের মন্ডলঘেরী গ্রামের বাসিন্দা নরেন মন্ডল তার নাবালক ছেলের সাথে বিরিঞ্চি বাড়ী গ্রামের বাসিন্দা শ্যামাপদ মন্ডলের মেয়ের সাথে বিয়ের আয়োজন করেন। গ্রাম প্রতিবেশীরা যাতে জানতে না পারে সেই কারণে মেয়ের বিয়ের আয়োজন করেন পাত্রের বাড়িতে।ঝড়খালী কোস্টাল থানার পুলিশ গোপন সূত্রে খবর এমন খবর পেয়ে রাতেই চাইল্ড লাইন ও ওয়ার্ল্ড ভিসন ইন্ডিয়া স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যদের সাথে যোগাযোগ করেন। রাতেই স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যদের কে সাথে নিয়েই বিয়ে বাড়িতে হানা দেয় পুলিশ।নাবালক এর পরিবারের সদস্যরা ভুল বুঝতে পেরে বিয়ে দেবে না বলে মুচলেকা দেয় প্রশাসন কে।নাবালকের বিয়ে বিয়ে বন্ধ করতে পেরে হাঁফ ছেড়ে বাঁচেন পুলিশ প্রশাসন ও সেচ্ছাসেবী সংস্থার সদস্যরা।