বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

শিশু পরিচর্যা সামগ্রী মায়ের হাতে তুলে দিলেন মাতৃস্নেহ টিমের কর্মীবৃন্দরা

News Sundarban.com :
এপ্রিল ২৭, ২০২০
news-image

সকল মায়েরাই চায় শিশুর সার্বিক পরিচর্যা করতে। শিশুর নির্মল ফুটফুটে শরীরের যত্নের খামতি রাখতে চায়না কেউই। কিন্তু সাম্প্রতিক পরিস্থিতিতে শিশু পরিচর্যার সবরকম সামগ্রী এবং জামাকাপড় সহজলভ্য নয়।এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য মাতৃস্নেহ কন্ট্রোল রুমে সদ্যোজাত শিশুর পরিবারের সদস্যরা আমাদের জানান। সেই বিষয়টি মাথায় রেখে বীরভূম জেলা পুলিশের উদ্যোগে নিরাপত্তাজনিত বিধি-নিষেধ চলাকালীন আর্থিক ও পারিপার্শ্বিক সমস্যার সম্মুখীন পরিবারের সদ্যজাত শিশুদের মায়ের হাতে মাতৃস্নেহ টিমের কর্মীবৃন্দরা তুলে দেবে একটি জামা সহ শিশু পরিচর্যা সামগ্রীর পুরো সেট যার মধ্যে থাকবে বেবি অয়েল,বেবি ক্রিম, বেবি শ্যাম্পু, বেবি পাউডার, বেবি সোপ, বেবি ওয়াইপস,বেবি কম্ব। নিরাপত্তাজনিত বিধিনিষেধের কারণে অধিকাংশ পরিবারই এখন গৃহবন্দি এবং কিছু পরিবার কাজের অভাবে নিরুপায়। কিন্তু মায়ের মমতাকে তো আর আপোষ করতে দেওয়া যায়না, তাই বীরভূম জেলা পুলিশের এই প্রয়াস। শিশুদের সুস্থ-সবল ভবিষ্যৎ কামনা করে, মা ও শিশুদের পাশে সর্বদা বীরভূম জেলা পুলিশ।