শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

দুঃস্থদের ত্রাণ বিলি

News Sundarban.com :
এপ্রিল ২৬, ২০২০
news-image

সুভাষ চন্দ্র দাশ,ক্যানিং –

‘সকলের তরে সকলের আমরা’।এমনই পরিকল্পনা নিয়ে মানুষের পাশে সহযোগিতার হাত বাড়ালো স্থানীয় দুটি ক্লাব ও বেশকিছু সমাজসেবী মানুষজন।রবিবার সকালে ক্যানিংয়ের দিঘীরপাড় গ্রামপঞ্চায়েতের শরৎ স্পোর্টিং ক্লাব, বালক সংঘ ও এলাকার শুভবুদ্ধি মানুষজন প্রায় ১৫০ জন দুঃস্থ পরিবারে হাতে পর্যাপ্ত পরিমাণ খাদ্য সামগ্রী তুলেদেন। রীতীমতো সামাজিক দুরত্ব বজায় রেখে এবং প্রত্যেকের হাতে স্যানিটাইজার দিয়েই ত্রাণ সামগ্রী তুলেদেন।

ক্লাব কর্মকর্তা ও বিশিষ্ট সমাজসেবীদের দাবী “কোন মানুষ দুঃস্থ নয়। তাঁরা করোনার তান্ডবের জেরে পরিস্থিতির শিকার হয়ে কাজ হারিয়ে বাড়িতে বসে রয়েছেন।আয় বন্ধ।অর্ধাহার,অনাহারে দিন কাটাচ্ছেন। মানুষ হিসাবে মানুষের পাশে দাঁড়ানোই কর্তব্য। আর সেই কারণে আমরা এমন উদ্যোগ নিয়েছি। লকডাউন চলা পর্যন্ত আমাদের এমন কর্মপ্রণালি ধারাবাহিক ভাবে চলবে।