বৃহস্পতিবার, ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ক্ষুদ্র ঋণের আবেদন ঢোলাহাট বন্ধন ব্যাংকের গ্রাহকদের

News Sundarban.com :
এপ্রিল ২৬, ২০২০
news-image

সাহিল আনোয়ার, ঢোলা হাট :

ঢোলা, চন্ডিপুর, শংকরপুর, আবাদ ভগবানপুর, নেতাজি গ্রাম পঞ্চায়েতের প্রায় ৪৫২৭ জন গ্রাহক বন্ধন ব্যাংকের ঢোলাহাট শাখার গ্রাহক। এই শাখা থেকে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা ক্ষুদ্রঋণ নিয়ে ছোটখাটো ব্যবসা করে থাকেন। সেই ব্যবসার লাভের অঙ্ক থেকে তারা প্রতি সপ্তাহে ব্যাংকের প্রিমিয়াম শোধ করেন। ঋণ নেওয়া গ্রাহকদের বাড়ি বাড়ি পৌঁছে বন্ধন ব্যাংকের কর্মীরা সেই প্রিমিয়ামের টাকা সংগ্রহ করে আনেন। করোনা সংক্রামন থেকে বাঁচাতে প্রশাসনের নির্দেশে লকডাউনের জেরে কর্মহীন হয়ে গৃহবন্দী বন্ধন ব্যাংকের ওই সমস্ত গ্রাহকরা। বাড়ি বাড়ি পৌঁছতে পারছেন না বন্ধন ব্যাংকের কর্মীরা। ঋণ নেওয়া গ্রাহকরা লকডাউনের জেরে গৃহবন্দি হওয়ার ফলে কর্মহীন হয়ে পড়েছেন। ব্যবসা ও বন্ধের মুখে। তাই তাদের পক্ষে ঋণের প্রিমিয়াম শোধ করা সম্ভব হচ্ছে না। বন্ধন ব্যাংকের কর্মীদের কাছে আবেদন এই পরিস্থিতিতে যদি তাদের ক্ষুদ্রঋণ দিয়ে সাহায্য করা হয় তাহলে তারা উপকৃত হবেন এবং সেই ক্ষুদ্রঋনের টাকায় তারা ব্যবসা চালিয়ে প্রিমিয়ামের সমস্ত টাকা শোধ করে যাবেন। ঢোলাহাট বন্ধন ব্যাংক শাখার ম্যানেজার সুপ্রিয় সরদার জানান, আমরা গ্রাহকদের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব। উর্দ্ধতন কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত নেবেন সেটা আমরা গ্রাহকদেরকে জানাবো।