শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

পানীয় জলের অকাল,সামাজিক দুরত্ব মেনেই রাস্তা অবরোধ করে বিক্ষোভ মহিলাদের

News Sundarban.com :
এপ্রিল ২২, ২০২০
news-image

সুভাষ চন্দ্র দাশ,ক্যানিং –

পানীয় জলের দাবীতে বাসন্তীতে পথ অবরোধ বিক্ষোভ দেখালেন এলাকার শতাধিক মহিলা।ঘটনাটি ঘটেছে বুধবার সকালে বাসন্তী ব্লকের ফুলমালঞ্চ গ্রাম পঞ্চায়েতের চোরাডাকাতিয়া গ্রাম সংলগ্ন বাসন্তী হাইওয়েতে।একদিকে চলছে করোনার প্রখর উত্তাপ। সেই উত্তাপ কে স্তিমিত করতে সমগ্র দেশ জুড়ে চলছে লকডাউন। আর এই লকডাউন চলায় এলাকার সমস্ত মানুষজন গৃহবন্দি হয়ে রয়েছেন।পাশাপাশি খাদ্য সংকটে ও জর্জরিত এই পিছিয়েপড়া বাসন্তী ব্লকের ফুলমালঞ্চ গ্রাম পঞ্চায়েতের চোরাডাকাতিয়া ,গৌরদাস পাড়া সহ বেশ কয়েকটি গ্রাম। ইতি মধ্যে গত ৮ এপ্রিল পূর্ণিমার ভরা কোটালে বাসন্তী সংলগ্ন মাতলা নদীর বাঁধ ভেঙে নোনা জল গ্রামের মধ্যে ঢুকে পড়ে।নোনা জলে প্লাবিত হয় ফুলমালঞ্চ গ্রাম পঞ্চায়েতর গৌরদাসপাড়া,চোরাডাকাতিয়া সহ বেশ কয়েকটি গ্রাম।নদীর নোনাজলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে নষ্ট হয়ে যায় পুকুরের মাছ,মাঠের সবজী সহ ধান চাষ। এমন বেশকিছু বাড়িঘরও জলের স্রোতে বিলীন হয়ে যায়।অসহায় হয়ে পড়েন গ্রামের মানুষজন। এমন বিপদের মধ্যে আবার দেখা দেয় পানীয় জলের সংকট।গ্রামবাসীদের অভিযোগ গত কয়েক সপ্তাহ ধরে এলাকার বেশ কয়েকটি পানীয় জলের নলকূপ বিকল হয়ে পড়ে রয়েছে। একদিকে খাদ্য সংকট আর অপরদিকে পানীয় জলের সংকট দেখা দেওয়ায় গ্রামবাসীরা পড়ে মহাসংকটে। মাতলা নদীবাঁধ ভেঙে গিয়ে প্লাবিত হয় চোরডাকাতিয়া,গৌরদাসপাড় গ্রামের একাংশ, নোনা জল ঢুকে মিঠে জলের পুকুর গুলো স্নান, রান্না, ও গৃহস্থালির কাজের জন্য ব্যবহারের অযোগ্য হয়ে পড়ে। তার উপর পানীয় জলের নলকূপ গুলো দীর্ঘদিন ধরে অকেজো হয়ে পড়েছে।গ্রামবাসীরা স্থানীয় পঞ্চায়েত সহ উপর মহলে জানিয়েও কোন প্রকার সূরাহা পাননি বলে অভিযোগ। কোন প্রকার সুরাহা না হওয়ায় দীর্ঘদিন ধরেই ক্ষোভে ফুঁসছিলেন গ্রামবাসীরা।আর দীর্ঘদিন ধরে প্রশাসনেরও কোন হেলদোল না হওয়ায় পানীয় জলের জন্য উদ্বিগ্ন হয়ে পড়েন গ্রামবাসীরা। অবস্থার বেগতিক বুঝে বুধবার সকালে বাসন্তী হাইওয়ে অবরোধ করে বিক্ষোভ দেখায়।রীতিমতো সামাজিক দুরত্ব বজায় রেখেই গ্রামের শতাধিক মহিলা রাস্তায় নেমে বিক্ষোভে ফেটে পড়েন।তাদের দাবী অবিলম্বে ভাঙা পানীয় জলের নলকূপ গুলি সারিয়ে ব্যবহার যোগ্য করে দিতে হবে।

অন্যদিকে রাস্তা অবরোধ করে বিক্ষোভের কথা জানতে পেরে ঘটনাস্থলে আসে বাসন্তী থানার বিশাল পুলিশ বাহিনী।কথা বলেন বিক্ষোভরত মহিলাদের সাথে। অবশেষে প্রশাসনের তরফ থেকে অবিলম্বে এমন সমস্যা সমাধানের আশ্বাস পেয়ে বিক্ষোভ অবরোধ তুলে নেন গ্রামের মহিলারা।তবে দেখার বিষয় প্রশাসন কতটা তৎপরতার সাথে গ্রামবাসীদের পানীয় জলের সমস্যা সুরাহা করতে তৎপরতা দেখায়।