শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

লকডাউনে জোড়া নাবালিকা বিয়ে বন্ধ করলো প্রশাসন

News Sundarban.com :
এপ্রিল ১৬, ২০২০
news-image

নিজস্ব প্রতিনিধি,ক্যানিং – চলছে করোনার প্রখর উত্তাপ। সেই প্রখরতাকে হার মানাতে চলছে লকডাউন এবং সামাজিক দুরত্ব মেনে চলার পালা।আগামী ভবিষ্যতে কি হবে ? এমন প্রশ্ন চিহ্নের সম্মূখ সমরে দাঁড়িয়ে সমগ্র বিশ্বের মনুষ্যকূল।প্রথমত করোনা প্রতিহত করতে চলছে লকডাউন। তারপর সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য একাধিকবার প্রচার করা হচ্ছে প্রশাসনের তরফ থেকে।অবাক কান্ড করোনা ভাইরাসের সেই ভয়াবহতা কে আমূল পাত্তা না দিয়ে উপেক্ষা করে চার হাত এক করে দুই নাবালিকার বিয়ে দেওয়ার বন্দোবস্ত করে বাসন্তী ব্লকের গরাণবোস এলাকার দুটি পরিবার।

বাসন্তীর ভরতগড় গ্রামপঞ্চায়েতের গরাণবোস গ্রামের বাসিন্দা হাসান মোড়ল। পেশায় দীনমজুর।মহেশপুর যশোদা বিদ্যাপীঠে নবম শ্রেণীতে পাঠরত তার এক বছর চোদ্দ বয়সের নাবালিক কন্যা। তাকে বিয়ে দেওয়ার জন্য পাত্র ঠিক করেন গ্রামেরই সবজি ব্যবসায়ী আমীর আলি সরদারের বছর ২১ বয়সের ছেলে শাহাবুদ্দিন সরদার কে।অন্যদিকে ভরতগড় গ্রাম পঞ্চায়েতের ৪ নম্বর গরাণবোস গ্রামের নেপাল সরদার।কর্মসুত্রে তিনি অন্ধ্রপ্রদেশে রয়েছে। লকডাউনের জেরে অন্ধ্রপ্রদেশে আটকে পড়েছে।নেপাল সরদারের পরিবারের অন্যান্য সদস্যরা নেপাল বাবুর বছর ১৬ বয়সের নাবালিকা কন্যাকে বিয়ে দেওয়ার জন্য পাড়ার বাসিন্দা নিত্য সরদারের বছর ১৬ বয়সের সহদেব সরদার কে প্রাত্র হিসাবে পছন্দ করে। সেইমতো উভয় পরিবার গোপে বিয়ে দেওয়ার তোড়জোড় শুরু করে।বৃহষ্পতিবার দুপুরে প্রশাসনের নজর এড়িয়ে লুকিয়ে বিয়ে দিচ্ছিলেন উভয় পরিবার।গোপন সুত্রে খবর যায় বাসন্তী বিডিও অফিসে।গোপন সুত্রে খবর পেয়ে ঘটনাস্থলে হাজীর হয় বাসন্তী ব্লকের জয়েন্ট বিডিও তাপস বিশ্বাস।দুটি পরিবারের সাথে কথা বলে বন্ধ করে দেন বিয়ে।