শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে একদিনের বেশি বেতন দান অসামরিক প্রতিরক্ষা দপ্তরের কর্মীদের

News Sundarban.com :
এপ্রিল ১৬, ২০২০
news-image

সাহিল আনোয়ার, কাকদ্বীপ :

সামাজিক ও মানবিক মূল্যবোধকে আদর্শ করে সঙ্কটের মোকাবিলায় কোভিড-১৯ নিয়ন্ত্রণের জন্য রাজ্য সরকার ত্রাণ তহবিল গঠন করেছেন। সেই ত্রান তহবিলে  আর্থিক সহায়তা দানের জন্য সকলের কাছে আহ্বান জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই আহবানে সাড়া দিয়ে মানবিকতার এক মুখ দেখালো কাকদ্বীপ মহকুমায় কন্ট্রোল রুমে কর্মরত অসামরিক প্রতিরক্ষা দপ্তরের কর্মীরা। বুধবার বিকেলে তারা কাকদ্বীপ মহকুমা শাসকের কার্যালয়ে গিয়ে তাদের এক দিনের বেশি বেতনের সংগৃহীত টাকা কাকদ্বীপের মহকুমা শাসক সৌভিক চ্যাটার্জির হাতে তুলে দেন।