শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ক্যানিংয়ে বোমা বাঁধতে গিয়ে গুরুতর জখম ২

News Sundarban.com :
এপ্রিল ১৬, ২০২০
news-image

 

নিজস্ব প্রতিনিধি,ক্যানিং -করোনার দাপটে লকডাউনে যখন সাধারণ মানুষ ঘরে আবদ্ধ রয়েছেন ঠিক সেই কঠিন মহামারীর মুহূর্তে বোমা বাঁধতে গিয়ে গুরুতর জখম হল দুই যুবক।বোমা বিষ্ফোরণ ঘটায় গুরুতর জখম হয়েছে রাজারাম সরদার ও তাপস সরদার। ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে দক্ষিণ ২৪ পরগনা জেলার ক্যানিং থানার ইটখোলা গ্রাম পঞ্চায়েতের বুধোখালি গ্রামের একটি শিশু শিক্ষাকেন্দ্রে।প্রচন্ড বিকট শব্দে বোমা বিষ্ফোরণ ঘটলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।গোটা ঘটনার ধামা চাপা দিতে স্থানীয় জনাকয়েক যুবক বোমায় জখম দুজন কে চিকিৎসার জন্য একটি বোলেরো গাড়ীতে করে কুলতলিতে গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য পিয়ালী নদীর খেয়াঘাটে নিয়ে যায়।সেখানে নদী পারাপার করে দিয়ে বোলেরো গাড়ীটি খালি অবস্থায় ফিরে আসে ।সেই সময় ক্যানিং থানার পুলিশ ঘটনার খবর জানতে পেরে ঘটনাস্থল বুধোখালি থেকে বোলেরো গাড়ী আটক করে ক্যানিং থানায় নিয়ে আসে। অন্যদিকে বোমার আঘাতে জখম দুজনকে কুলতলি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে অবস্থার অবনতি হয়। সেখান থেকে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে আবার সেখান থেকে কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে স্থানান্তরিত করেন চিকিৎসকরা।বর্তমানে বোমার আঘাতে জখম দুজনেরই অবস্থা সংকটজনক। সুত্রের খবর মগরাহাট থানার উত্তর রাধানগর গ্রাম থেকে বোমা বাঁধার কাজ করতে ক্যানিংয়ের ইটখোলা গ্রাম পঞ্চায়েতের বুধোখালি গ্রামে এসেছিল রাজারাম সরদার ও তাপস সরদার।কে বা কার হয়ে এমন বোমা তৈরী করার কাজ বরাত পেয়ে এসেছিল এই দুজন সে বিষয়ে তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ।