শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

হৃদ রোগীর ঔষধের ব্যবস্থা করলেন কাকদ্বীপের বিডিও

News Sundarban.com :
এপ্রিল ১৫, ২০২০
news-image

সাহিল আনোয়ার, কাকদ্বীপ : করোনা ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে প্রশাসনের নির্দেশে লকডাউন ফলে এক হৃদ রোগী ওষুধের সমস্যায় পড়েছিলেন। ওষুধ না পেলে তার প্রাণ সংশয় ছিল। সরকারি অ্যাপস থেকে জানার পর ওই হৃদ রোগীর ওষুধের ব্যবস্থা করলেন। কাকদ্বীপের বিডিও। কাকদ্বীপের গনেশ নগরের বাসিন্দা ৫৬ বছরের  ইসমাইল হক হার্টের রোগী। সম্প্রতি কলকাতার একটা বেসরকারি হাসপাতালে তার হার্ট সার্জারি হয়। বেশ কিছুদিন পর তিনি সুস্থ হয়ে বাড়িতে ফেরেন। ডাক্তারের পরামর্শ অনুযায়ী তার নিয়মিত ঔষধ খেয়ে যেতে হচ্ছিল। নিয়মিত তিনি ঔষধ খেয়ে যাচ্ছিলেন। লকডাউন ঘোষণার জেরে তিনি কোনভাবেই ওষুধ পাচ্ছিলেন না। বাধ্য হয়ে তিনি যোগাযোগ করেন সরকারি অ্যাপস প্রয়াসে। প্রয়াসে ফোন করার পর সেটি নজরে আসে কাকদ্বীপ বিডিও দিব্যেন্দু সরকারের। তিনি নিজেই যোগাযোগ করেন ইসমাইল বাবুর সঙ্গে। তার প্রেসক্রিপশন অনুযায়ী জেলা থেকে ওষুধ আনিয়ে ইসমাইল বাড়িতে পৌঁছে দেন। যার মূল্য প্রায় ১৪ হাজার টাকা। ওষুধ পাওয়ার পর স্বস্তি পায় ওই হৃদ রোগী।