শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় রক্ত সংকট মেটানোর উদ্যোগ

News Sundarban.com :
এপ্রিল ১৫, ২০২০
news-image

সুভাষ চন্দ্র দাশ,ক্যানিং -রাজ্যে একদিকে চলছে করোনার দাপট। আর করোনার সেই দাপট আটকাতে ধারাবাহিক ভাবে চলছে লকডাউনও। এমন চরম মহামারীর সন্ধিক্ষণে রক্তের জোগান তলানিতে।হাসপাতাল গুলিতে রক্তের জোগান না থাকায়  মহাসংকটে পড়েছেন থ্যালাসেমিয়া রোগী সহ অন্যন্য রোগীরা।রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর অনুপ্রেরণায় রাজ্যের প্রায় সর্বত্র প্রতিদিনই চলছে রক্তদান শিবির। পুলিশ প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা মুখ্যমন্ত্রীর মানবিক ডাকে সাড়া দিয়ে বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে রক্তাদান শিবিরের আয়োজন করে রক্তের ঘাটতি মেটানোর প্রয়াস চালিয়ে যাচ্ছেন ধারাবাহিক ভাবে।আর সেই সংকটময় মুহূর্তে মুখ্যমন্ত্রীর মানবিক আবেদন সাড়া দিয়ে রক্ত সংকট মেটানোর উদ্যোগ নিয়ে একক ভাবে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করলেন ক্যানিংয়ের বিশিষ্ট সমাজসেবী কার্তিক বোস। বুধবার সকালে সমাজসেবী কার্তিক বাবুর আয়োজনে ও ক্যানিং মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাঙ্কের সহযোগিতায়  পঞ্চাশজন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন।

রক্তদান শেষে কার্তিক বাবু বলেন “জনতা কার্ফু থেকে ধারাবাহিক ভাবে ক্যানিং বাসন্তী এলাকার দুঃস্থ পরিবারের পাশে খাদ্য সামগ্রী পৌছে দিয়ে তাদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি। বর্তমানে রক্তসংকট মহামারী আকার নিয়েছে। রক্তাদাতা সাথেকরে নিয়ে গিয়ে ও রক্ত পাওয়া অসম্ভব হয়ে পড়েছে। সেই জন্য এদিন রক্তদানশিবিরের আয়োজন করেছি। আগামী দিনেও রক্ত সংকট মেটাতে এমন শিবির চলবে।