বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

নববর্ষে সচেতনতার বার্তা সমাজসেবীর

News Sundarban.com :
এপ্রিল ১৪, ২০২০
news-image

 

ক্যানিং – রাস্তা দিয়ে পা বাড়ালেই জ্বল জ্বল করছে লেখা গুলি। রয়েছে সতর্কতার সাবধান বানী।দক্ষিণ ২৪ পরগণা জেলার খোদ ক্যানিং শহরের রাজপথে “নববর্ষের অঙ্গীকার,করোনা কে করো পরিহার। লকডাউন মেনে চলুন,মাস্ক ব্যবহার করুন” এমন লেখা দেখে থমকে দাঁড়িয়ে পড়ছেন সাধারণ মানুষজন থেকে গাী চালকরা।করোনার বিরুদ্ধে লড়াইয়ে সামিল হয়ে রাজপথে এমন লেখা লিখে সাধারণ মানুষজনদের কে সামাজিক দুরত্ব বজায় রেখে ঘরে থাকার আহ্বান জানিয়েছেন ক্যানিংয়ের বিশিষ্ট সমাজসেবী কার্তিক বোস।

কার্তিক বাবু বলেন “করোনার বিরুদ্ধে যুদ্ধকালীন তৎপরতায় লড়াই চালিয়ে যাচ্ছে রাজ্য ও কেন্দ্র সরকার। রবিবার থেকে রাজ্য সরকার মাস্ক পরা বাধ্যতা মুলক নিয়ম জারী করেছে। তা স্বত্বেও বেশ কিছু মানুষজন সেই নির্দেশ অমান্য করে উপেক্ষা করে চলেছে। সরকারে পাশে সামিল হয়ে সেই সমস্ত মানুষজনদের কে সচেতন করার লক্ষ্যমাত্রা নিয়ে ক্যানিং শহরের রাজপথে মোড়ে মোড়ে সচেতনতার বার্তা লিখে করোনা কে প্রতিহত করার চেষ্টায় নিজেকে সামিল করেছি।