সুন্দরবনের সমাজসেবী মহিলা পুলিশ কর্মীদের হাতে তুলে দিলেন সাবান ও মাস্ক

সুভাষ চন্দ্র দাশ,ক্যানিং – সময় বড়োই নিষ্ঠুর,বাস্তব বড় রুক্ষ। বর্তমানে নভেল করোনা ১৯ এর দাপটে এমনই ভয়াবহ পরিস্থিতির মধ্যে চলছে সমগ্র দেশ তথা বিশ্ব। যেকোন মুহূর্তে করোনায় সংক্রমণ হয়ে মৃত্যু ঘটে যেতে পারে। করোনার ভয়ে আতঙ্কিত সাধারণ মানুষজন।সামাজিক দুরত্ব ও মূখে মাস্ক পরা বাধ্যতামূলক এমনই নিয়ম জারী করেছে রাজ্য সরকার।সরকারের এমন উদ্যোগে সামিল হয়ে সুন্দরবনের সর্বত্র সচেতনতার বার্তা পৌঁছে দিচ্ছেন সুন্দরবনে সমাজসেবী তথা কবি ফারুক আহমেদ সরদার।মঙ্গলবার বাংলা নববর্ষের সকালে নীম পাতা ও হলুদের পরিবর্তে মাস্ক ও সাবান নিয়ে হাজীর করোনার বিরুদ্ধে ফ্রন্ট লাইনে জীবন উপেক্ষা করে লড়াইয়ে সামিল ক্যানিং মহিলা পুলিশ থানায়। পুলিশ কর্মীদের হাতে তুলে দিলেন সাবান ও মাস্ক। জানালেন নববর্ষের শুভেচ্ছা।সমাজসেবী তথা সুন্দরবনের কবি ফারুকের এমন সচেতনার প্রশংসা করেছেন মহিলা থানার পুলিশ কর্মীরা।
সমাজসেবী ফারুক জানিয়েছেন “করোনার বিরুদ্ধে চিকিৎসক,পুলিশ এবং সংবাদ মাধ্যম মৃত্যুভয় উপেক্ষা করে সম্মূখ সমরে করোনার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছেন। তাঁদের নিরাপত্তা জরুরী। তাঁরা না থাকলে করোনা কে প্রতিরোধ করবে কারা?তাঁদের সুরক্ষার জন্য আমার এই সামান্য উদ্যোগ।”