মঙ্গলবার, ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

অভিষেক ভৌমিক স্মৃতি তহবিল থেকে দুঃস্থদের খাদ্যসামগ্রী দান

News Sundarban.com :
এপ্রিল ১৩, ২০২০
news-image

 

সাহিল আনোয়ার, কুলপি : করোনা ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচাতে সরকারি নির্দেশে চলা লকডাউনে জেরে ত্রান শিবিরে থাকা গ্রামের অসহায় দুঃস্থ মানুষদের পাশে দাঁড়ালো কলকাতার এক সমাজসেবী। রবিবার বিকালে কুলপি ব্লক প্রশাসন ও পুলিশ প্রশাসনের সহযোগিতায় কলকাতার শীলপাড়ার বাসিন্দা রানা ভৌমিকের উদ্যোগে অভিষেক ভৌমিক স্মৃতি তহবিল থেকে নির্দিষ্ট নিয়মকানুন মেনে দূরত্ব বজায় রেখে কুলপির করঞ্জলী গ্রাম পঞ্চায়েতের দামোদর পুর আইটিআই বিল্ডিংয়ের ত্রান শিবিরে থাকা ৮২ জন দুঃস্থ মানুষের হাতে চাল, ডাল, আলু, সর্ষের তেল, সোয়াবিন, লবন, সাবান তুলে দেন। এছাড়া এদিন কেওড়াতলা গ্রাম পঞ্চায়েতের এক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান প্রাঙ্গনে শাশ্বতী দোলুইয়ের ব্যবস্থাপনায় বেশ কিছু দুঃস্থ পরিবার ও কামারচক গ্রাম পঞ্চায়েতের মির্জাপুরে সুজিত পাইকের মাধ্যমে কয়েকটি পরিবারের হাতেও তারা ওই সমস্ত খাদ্য সামগ্রী তুলে দেন। ছিলেন কুলপির বিডিও সঞ্জীব সেন, কুলপি পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ নারায়ণ চন্দ্র ভৌমিক, মন্দির বাজারের ডিএসপি দেবাশীষ ব্যানার্জি, মন্দিরবাজারের সিআই সৌমিত্র কুমার মন্ডল, কুলপির ওসি তরুণ রায়, কুলপি ব্লক যুব তৃণমূল কংগ্রেস সভাপতি তারকনাথ প্রামানিক প্রমুখ।