শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

লকডাউনে রক্তের সংকট মেটাতে রক্ত দিলেন পুলিশ কর্মীরা

News Sundarban.com :
এপ্রিল ১২, ২০২০
news-image

ক্যানিং -দেশে করোনা বিপর্যয় ও লকডাউনের জেরে রক্তের মহামারী সংকট চলছে। সেই মহাবিপর্যয় কে মোকাবিলা করে রক্তে সংকট মেটাতে বদ্ধপরিকর হল বারুইপুর পুলিশ জেলার অধিনস্থ সমস্ত থানার পুলিশ কর্মীরা। প্রতিদিনই চলছে রক্তদান করার কাজ। শনিবার সকালে প্রত্যন্ত সুন্দরবন কোষ্টাল থানায় আয়োজিত হয় রক্তদান শিবির। শিবিরে ৭০ জন পুলিশ কর্মী রক্তদান করেন।এদিন রক্তদাতা পুলিশ কর্মীদের কে শুভেচ্ছা ও মনোবল বাড়াতে উপস্থিত ছিলেন বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার রশিদ মুনির খান,অতিরিক্ত পুলিশ সুপার (জোনাল)ইন্দ্রজিত বসু সহ সুন্দরবন কোষ্টাল থানার ওসি প্রদীপ পাল,এসআই সুকুমার রুইদাস সহ অন্যান্যরা।