বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

করোনা ভাইরাস থেকে মুক্ত হয়েছেন তিনি

News Sundarban.com :
এপ্রিল ১০, ২০২০
news-image

করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন হ্যারি পটার স্রষ্টা  জে কে রাওলিং।  এবার এক টুইট বার্তায় ৫৪ বছর বয়সী এ লেখিকা জানালেন করোনা ভাইরাস থেকে মুক্ত হয়েছেন তিনি।

জেকে রাওলিং টুইটারে লিখেন, গত দু’সপ্তাহ আগে COVID-19 এর লক্ষণ তার শরীরে দেখা দিয়েছিল।এখন তিনি সম্পূর্ণ সুস্থ। তিনি আরও জানান, কুইন্স হাসপাতালের একজন চিকিৎসকের পোস্ট করা ভিডিও দেখে শ্বাসকষ্ট থেকে তিনি মুক্তি পেয়েছেন।

সবাইকে ভিডিওটি দেখার পাশাপাশি তিনি আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন ওই চিকিৎসকে। বলেছেন, ‌আপনার ভিডিও বার্তাগুলি দেখেই আমি সম্পূর্ণ সুস্থ। আপনাকে তাই অজস্র ধন্যবাদ এই ধরনের পোস্ট করার জন্য। আপনারাও সবাই দেখুন এই পোস্ট। দেখান পরিবারের সমস্ত সদস্য, চেনা পরিচিতদের। নিরাপদে থাকুন সবাই। সুস্থ থাকুন।’

হ্যারি পটারের জন্মদাত্রী সাতটি বই লিখেছেন তার প্রিয় চরিত্রকে নিয়ে। এখনও কিশোর এবং তরুণ প্রজন্ম সুযোগ পেলেই ডুব দেন লেখিকার  হিটার পটার অ্যান্ড দ্য ডেথলি হ্যালোস: পার্ট ২-এর সাথে আনুষ্ঠানিকভাবে শেষ হওয়া আট-চলচ্চিত্রের পটার ফ্র্যাঞ্চাইজির ভিত্তি। তিনি দ্য ক্যাজুয়াল ভ্যাকান্সি, দ্য কোকিলস কলিং, দ্য সিল্কওয়ার্ম, কেরিয়ার অফ এভিল এবং লেথাল হোয়াইট। কলম ধরার পাশাপাশি লেখিকা পরিচিত প্রযোজক, চিত্রনাট্যকার এবং সমাজসেবী হিসেবেও।