শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

অসহায় অভুক্তদের পাশে শিক্ষক আব্দুর রহিম মোল্লা

News Sundarban.com :
এপ্রিল ৮, ২০২০
news-image

 

সাহিল আনোয়ার, করঞ্জলী : অসহায় অভুক্তদের পাশে শিক্ষক।  তাদের জন্য বেতনের টাকা থেকে খাদ্য সামগ্রী কিনে দিলেন গাজীপুর গ্রাম পঞ্চায়েতের এক প্রাথমিক বিদ্যালয়ের ওই শিক্ষক। কুলপি ব্লক প্রশাসন ও পুলিশ প্রশাসনের সহায়তায় কুলপি আইটিআইতে হোম কোরেনটাইনে থাকা ৮১ জনকে খাদ্য সামগ্রী পৌঁছে দিলেন ওই শিক্ষক তথা কুলপি ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আবদুর রহিম মোল্লা। নিজের বেতন থেকে তিনি সেই খাদ্য সামগ্রী কিনে দেন। বুধবার সকালে একটি পা ভ্যান ঠিক করে তিনি পাঁচ কুইন্টাল চাল, দু বস্তা আলু ২০ কেজি ডাল, ১০ কেজি ছোলা, ১০ কেজি চিনি, ১ কার্টুন বিস্কুট, ডিম কার্টুন ও ১ টিন সরষের তেল কিনে কুলপি পঞ্চায়েত সমিতির করঞ্জলি গ্রাম পঞ্চায়েতের দামোদর পুর গ্রামে ওই আইটিআই সেন্টারে গিয়ে কর্মকর্তাদের হাতে তুলে দেন।