শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

করোনার দাপট,সচেতন করতে গান গাইলেন ক্যানিং দমকল কর্মীরা

News Sundarban.com :
এপ্রিল ৫, ২০২০
news-image

 

সুভাষ চন্দ্র দাশ,ক্যানিং -বিশ্বে সর্বত্র মহামারী করোনা কে নিয়ে চলছে ত্রাহিত্রাহি রব। সেই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য গত ২২ মার্চ থেকে দেশ তথা রাজ্যে শুরু হয়েছে লকডাউন। আর এই লকডাউনের জেরে বেশ কিছু মানুষজন উপেক্ষা করে বাইরে বেরিয়ে আসছেন নানান অছিলায়। ফলে এই মারণ ভাইরাসের প্রকোপ বেড়ে যেতে সময় ও লাগবেনা। বর্তমানে সংক্রমণ ও মৃত্যু হার দ্রুত গতিতে বেড়েই চলেছে।এমন পরিস্থিতি থেকে সাধারণ মানুষজনদের ঘরে থাকতে অনুরোধ জানিয়ে রাজপথে গান গাইছেন কলকাতা পুলিশ থেকে শুরু করে রাজ্য পুলিশও। রবিবার সেই জায়গায় নতুন সংযোজন হল দমকল।বরিবার দুপুরে পুলিশের স্টাইলে এবার গান গাইলেন দলকল কর্মীরাও। স্যানিটাজেশানের কাজ করতে এসে ক্যানিং মহকুমা হাসপাতালে গান করলেন ক্যানিং মহকুমা দমকল দফতরের কর্মীরা।গাইলেন নিজেদের লেখা গান “আমরা করি কাজ——দিনরাত,বিপর্যয়েও মোরা সঙ্গে আছি ,বিপদেও তোমাদের বাঁচার সাথি। হঠাৎ এল মারণ করোন,দমকলও যে হার মানেনা ।লকডাউন টাইমে ডিউটি করি, স্যানিটাজেশানের কাজে নেমে পড়ি,বাড়িতে ফেলে মা স্ত্রী পরিজন,তোমরা কি বুঝবে না আমাদের মন?” দরদী কন্ঠে এমন দরদী গানে আনন্দ পেলেন চিকিৎসক থেকে শুরু করে নার্স,আয়া,রোগী ও রোগীর পরিবার পরিজনেরা।
করোনার প্রকোপ শুরু হতেই দৈনন্দিন আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি নানা সামাজিক কাজে সামিল হয়েছে পুলিশ। লকডাউন নিশ্চিত করা থেকে করোনা নিয়ে মানুষকে সচেতন করতে সব রাজ্যেই নিত্য নতুন ভাবে উদ্যোগী হচ্ছে পুলিশ প্রশাসন।পুলিশের পাশাপাশি সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্য, দেশ সহ সমগ্র বিশ্বে সর্ব প্রথম এমন কাজে এগিয়ে এলেন ক্যানিংয়ের দমকল বিভাগের কর্মীরা। নিজেরাই গান লিখে ক্যানিং মহকুমা হাসপাতালে গাইলেন। এই শঙ্কিত প্রহরে পুলিশের পাশাপাশি ক্যানিং দমকল কর্মীদের সঙ্গে যেন নতুন করে পরিচয় হল এই ক্যানিং শহর। কেটে যাক দুঃসময়। উদয় হোক নব শান্তির সুর্যোদয়।