মঙ্গলবার, ১৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে বাড়ি বাড়ি খাদ্য সামগ্রী

News Sundarban.com :
এপ্রিল ৪, ২০২০
news-image

 

সাহিল আনোয়ার, মথুরাপুর : প্রশাসনের সর্বোচ্চ নির্দেশে চলছে লকডাউন। সমস্ত যানবাহন বন্ধ। নির্দিষ্ট সময় ছাড়া দোকানপাটও বন্ধ। রাস্তায় ঘোরাফেরা করা যাবে না, তা পুলিশের পক্ষ থেকে কড়াকড়িভাবে জানিয়ে দেওয়া হয়েছে। সমস্ত ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ফলে গৃহ বন্দী হয়ে পড়েছে  মানুষ। এই পরিস্থিতিতে মানুষজনের পাশে দাঁড়ালো কৃষ্ণচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত। এদিন শনিবার সকাল থেকে কৃষ্ণচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান বাপি হালদারের উদ্যোগে আপৎকালীন পরিষেবা হিসাবে এই গ্রাম পঞ্চায়েতের ডাকাত মারা গ্রামের হাজার খানেক মানুষের বাড়ি বাড়ি গিয়ে চাল, ডাল, আলু, বিস্কুট ও একটি করে সাবান তুলে দেওয়া হয়েছে।