শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

করোনা নামে লিফটের কাহিনী নিয়েই সিনেমা

News Sundarban.com :
এপ্রিল ৪, ২০২০
news-image

 

সংবাদের শিরোনাম এখন করোনাময়। খবরের কাগজে করোনাভাইরাসের শিরোনাম দেখেই কানাডিয়ান পরিচালক মোস্তফা কেশভরি সিনেমা বানানোর সিদ্ধান্ত নেন। লিফটের মধ্যে তিনি ‘উহান ভাইরাস’ শিরোনামে খবরটা পড়েন। এরপর ‘করোনা’ নামে লিফটের মধ্যের কাহিনী নিয়েই তিনি বানিয়ে ফেলেছেন এক সিনেমা।

সারা বিশ্বে করোনা মারাত্মকভাবে ছড়িয়ে পড়ার আগে এবং আনুষ্ঠানিক-অনানুষ্ঠানিকভাবে প্রায় সমস্ত দেশ, দেশের বর্ডার লকডাউন হওয়ার আগে তিনি সিনেমার শুটিং এবং শুটিং পরবর্তী কাজও শেষ করে ফেলেছেন। তার ৬৩ মিনিটের এই সিনেমাটি লিফটের মধ্যে সাতজন ব্যক্তির আটকা পড়া এবং তাদের একজনের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার গল্প নিয়ে তৈরি।মোস্তফার থ্রিলারধর্মী এই সিনেমায় দেখানো হয়েছে, মানুষের বাঁচার আকুতি কেমন। পরিচালক তার সিনেমার গল্প নিয়ে বলেন, বাস্তব জীবনে আমরা নানান বৈষম্যের শিকার এবং সেগুলো নানা ধরণের। কানাডায় অনেক চীনা নাগরিকের বাস। এছাড়া অনেক এশিয়ানও আছেন। এখানকার অনেকের ধারণা ছিল, করোনা শ্বেতাঙ্গদের আক্রান্ত করবে না। কিন্তু ভাইরাসটি কোন বৈষম্য করেনি। সিনেমায় তিনি, আটকা পড়া ওই লিফটে নানা বর্ণের মানুষকে একত্র করেন। যাতে করে সমাজের আসল চিত্রটা উঠে আসে।