শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

ভবঘুরেদের পাশে দাঁড়ালো কুলপি পঞ্চায়েত সমিতির কামারচক গ্রাম পঞ্চায়েত

News Sundarban.com :
এপ্রিল ৩, ২০২০
news-image

সাহিল আনোয়ার, কুলপি : প্রশাসনের নির্দেশে  লকডাউনের জেরে বন্ধ যানবাহন ও নির্দিষ্ট সময় ছাড়া সমস্ত দোকানপাট ও বন্ধ। প্রয়োজন ছাড়া রাস্তায় ঘোরাফেরা করা নিষেধ। এই পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া গৃহবন্দী ও ভবঘুরে মানুষদের পাশে দাঁড়ালো কুলপি পঞ্চায়েত সমিতির কামারচক গ্রাম পঞ্চায়েত। বৃহস্পতিবার দুপুরে কামারচক গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে মির্জাপুর গণেশচন্দ্র শিক্ষা নিকেতনে অনাহারে থাকা চকতারা বৈদ্য, দেবীপুর তুলসীরচক, চকমনোহারী, রামশরণ পুর, মোল্লার চক এলাকার প্রায় ৩০০ জন গৃহবন্দী ও ভবঘুরেকে খিচুড়ি খোয়ানো হয়েছে। উপস্থিত ছিলেন দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের সহকারি সভাধিপতি পূর্ণিমা হাজারী নস্কর, বিডিও সঞ্জীব সেন, কর্মাধ্যক্ষ সুজয় পুরকাইত, প্রধান গোবিন্দ মন্ডল, তফসিলি, ওবিসি ও জয় হিন্দ বাহিনীর ব্লক সভাপতি সুজিত পাইক, সদস্য শিল্পা মিস্ত্রি প্রমুখ।