শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বেলজিয়াম লিগ বাতিলের ঘোষণা

News Sundarban.com :
এপ্রিল ৩, ২০২০
news-image

ইউরোপের শীর্ষ পাঁচ ফুটবল লিগের মধ্যে নেই বেলজিয়ান ফাস্ট ডিভিশনি ‘এ’ লিগ। তবে ডাচ লিগ, পর্তুগিজ লিগের মতো বেলজিয়ামের ফুটবল লিগও ইউরোপের অন্যতম সেরা। করোনার প্রভাবে গুরুত্বপূর্ণ এই লিগের চলতি মৌসুম বাতিল হতে যাচ্ছে। লিগ টেবিলে শীর্ষে থাকা ক্লাব ব্রুসকে ঘোষণা করা হবে লিগ চ্যাম্পিয়ন।

বেলজিয়াম লিগ বাতিলের ঘোষণা আসলে সেটি হবে চলতি মৌসুমে ইউরোপের বাতিল হওয়া প্রথম লিগ। চলতি মৌসুমে বেলজিয়ান লিগে নিয়মিত ম্যাচ মাত্র একটি করে বাকি আছে। তাতে দ্বিতীয় অবস্থানে থাকা গেঙ্কের চেয়ে ১৫ পয়েন্ট এগিয়ে ক্লাব ব্রুস। তবে নিয়মিত লিগ ম্যাচের পর প্লে অফ ওয়ান এবং প্লে অফ টুর ম্যাচ হয় বেলজিয়ান লিগে। সেটা হবে না।

নিয়ম অনুযায়ী, ইউরোপের ওই লিগে সেরা ছয়টি দল প্লে অফ ওয়ান ধাপের ম্যাচ খেলে। প্রতি দল দু’বার করে একে অপরের মুখোমুখি হয়। সেখান থেকে নির্ধারণ হয় চ্যাম্পিয়ন। লিগের বোর্ড সভাপতিরা বসে লিগ বাতিলের এই সিদ্ধান্ত নিয়েছেন। সাধারণ সভায় চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর জন্য  সুপারিশ করেছেন তারা। আগামী ১৫ এপ্রিল আসবে ওই ঘোষণা।