শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

করোনায় দুঃস্থ মানুষের পাশে বারুইপুর পুলিশ জেলার সুন্দরবন কোষ্টাল থানার পুলিশ

News Sundarban.com :
এপ্রিল ১, ২০২০
news-image

ক্যানিং – করোনায় আতঙ্কিত হয়ে প্রতিদিনই চলছে ত্রাহি ত্রাহি বর।জনশূণ্য রাস্তাঘাট,বাজার,অফিস কাছারীও।প্রতি মুহূর্তে চলছে করোনার আতঙ্ক।দেশ তথা সমগ্র বিশ্ব করোনার গ্রাসে কম্পমান।পাশাপাশি সমগ্র রাজ্য,দেশ তথা বিশ্বে সর্বত্র চলছে লকডাউন।জীবনজীবীকার তাগিদে সাধারণ মানুষজন জেরবার।লকডাউনের জেরে সমাজের এক শ্রেণীর মানুষ চরম দুর্দশার মধ্যে পড়েছেন।আর সেই সমস্ত দুর্দশাগ্রস্ত মানুষদের পাশে দাঁড়ালো বারুইপুর পুলিশ জেলার সুন্দরবন কোষ্টাল থানার পুলিশ প্রশাসন।মঙ্গলবার দুপুরে বারুইপুর পুলিশ জেলার অধিনস্থ প্রত্যন্ত সুন্দরবন কোষ্টাল থানা এলাকার ছোটমোল্ল্যাখালি গ্রাম পঞ্চায়েতের ৯০ টি অসহায় পরিারের হাতে করোনা ত্রাণ হিসাবে ৫ কেজি চাল,৫কেজি আলু ও ২ কেজি করে ডাল তুলেদেন ওসি প্রদীপ পাল ও এসআই সুকুমার রুইদাস।

ওসি প্রদীপ পাল জানিয়েছেন “রাজ্যে লকডাউন চলায় এলাকার নিত্য খেটে খাওয়া সাধারণ মানুষজন চরম দুর্দশার মধ্যে হতাশায় দিন কাটাচ্ছিলেন।পাশাপাশি চলছিল খাদ্য সংকটও।সেই সংকটময় পরিস্থিতির কথা পর্যালোচনা করে আমি এবং আমার সহকর্মীরা চাল,ডাল এবং আলু ৯০ টি দুঃস্থ পরিবারের হাতে তুলে দিয়ে তাদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি।
এসআই সুকুমার রুইদাস জানিয়েছে আগামী দিনেও এমন ত্রাণ তুলে দেওয়া হবে অন্যান্য অসহায় দরিদ্র মানুষজনদের কে।
করোনায় সংকটময় পরিস্থিতিতে সুলেখা,দিপালী,শংকর,বাবুরামরা পুলিশদের কাছ থেকে এমন ত্রাণ পেয়ে খুশি।