বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

করোনায় অসহায় দঃস্থদের কে চাল,আলু,সাবান দিলেন সমাজসেবী

News Sundarban.com :
এপ্রিল ১, ২০২০
news-image

ক্যানিং – বুধবার বিকালে দক্ষিণ ২৪ পরগনা জেলার ক্যানিং ১ ব্লকের দিঘীরপাড় গ্রামের প্রায় ২০০ দুঃস্থ পরিবার এবং প্রতিবন্ধী বিকলাঙ্গদের হাতে ও চাল,আলু,সাবান তুলে দিলেন সুন্দরবনের বিশিষ্ট সমাজসেবী বাদল ঘোষ।সারা বিশ্বে করোনা ভাইরাস থাবা বসিয়ে।ভারতে দিনের পর দিন করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে লাফিয়ে লাফিয়ে চলেছে।লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যাও।আর সেই করোর থাবা থেকে বাঁচতে মরিয়া দেশ। আর সেই কারণেই সারা দেশ জুড়ে চলছে লকডাউন।রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করোনা প্রতিহত করার জন্য ইতিমধ্যে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছেন।আর মুখ্যমন্ত্রীর সেই নৈতিক আর্দশকে সামনে রেখে সুন্দরবনের বিশিষ্ট সমাজসেবী বাদল ঘোষ অসহায় দুঃস্থদের পাশে দাঁড়ালেন।এমনকি যারা প্রতিবন্ধী তাদের ও পাশে দাঁড়ালেন তিনি।বুধবার বিকালে সকলকে স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার দিয়ে তাদের হাতে তুলে দিলেন চাল, সাবান,আলু।ফলে খুশি এলাকার সাধারণ মানুষজন।লক ডাউনে বহু মানুষজন বাইরে বের হতে পারছে না।বিশেষ করে দিন আনা দিন খেটে সাংসার চালাতো যে সব মানুষজন তারাই সমস্যায় পড়েছেন। তাদের এখন কাজ নেই।ফলে তারাই চাল,আলু,সাবান পেয়ে খুবই খুশি।