শনিবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

গরিব অসহায় মানুষদের জন্য চাল তুলে দিলেন সৌরভ

News Sundarban.com :
এপ্রিল ১, ২০২০
news-image

করোনাভাইরাসের কারণে গোটা বিশ্ব এই মুহূর্তে অভূতপূর্ব এক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে।  সেই সংকটের মুহূর্তে ২৫ বছর পর বেলুড় মঠে হাজির মহারাজ। প্রতিশ্রুতি দিয়েছিলেন, এবার মারণ ভাইরাসের মোকাবিলায় মাঠে নামলেন সৌরভ গাঙ্গুলি।

করোনাভাইরাসের মোকাবিলায় ৫০ লক্ষ টাকার চাল অসহায় মানুষদের হাতে তুলে দেবেন বলে আগেই কথা দিয়েছিলেন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি। তার প্রথম পদক্ষেপ হিসেবে আজ দুপুরে বেলুড় মঠে যান মহারাজ। দেখা করেন মঠের সন্ন্যাসীদের সঙ্গে। গরিব অসহায় মানুষদের জন্য চাল তুলে দেন সৌরভ। এদিন ২০০০ কেজি চাল তুলে দেন সৌরভ।
Zee24