শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

করোনায় দুঃস্থ মানুষের পাশে বারুইপুর পুলিশ জেলার ঘুটিয়ারী শরীফ ফাঁড়ীর পুলিশ

News Sundarban.com :
মার্চ ৩০, ২০২০
news-image

ক্যানিং – করোনায় আতঙ্কিত হয়ে প্রতিদিনই চলছে ত্রাহি ত্রাহি বর।জনশূণ্য রাস্তাঘাট,বাজার,অফিস কাছারীও।প্রতি মুহূর্তে চলছে করোনার আতঙ্ক।দেশ তথা সমগ্র বিশ্ব করোনার গ্রাসে কম্পমান।পাশাপাশি সমগ্র রাজ্য,দেশ তথা বিশ্বে সর্বত্র চলছে লকডাউন।জীবনজীবীকার তাগিদে সাধারণ মানুষজন জেরবার।লকডাউনের জেরে সমাজের এক শ্রেণীর মানুষ চরম দুর্দশার মধ্যে পড়েছেন।আর সেই সমস্ত দুর্দশাগ্রস্ত মানুষদের পাশে দাঁড়ালো জেলা পুলিশ প্রশাসন। রবিবার সকালে বারুইপুর পুলিশ জেলার অধিনস্থ জীবনতলা থানার ঘুটিয়ারী শরীফ পুলিশ ফাঁড়ীর পুলিশের উদ্যোগে এলাকার শতাধিক দুঃস্থ মানুষজনের হাতে করোনা ত্রাণ তুলেদেন ঘুটিয়ারীশরীফ ফাঁড়ীর ওসি সমরেশ ঘোষ।

ওসি সমরেশ ঘোষ জানিয়েছেন “রাজ্যে লকডাউন চলায় এলাকার নিত্য খেটে খাওয়া সাধারণ মানুষজন চরম দুর্দশার মধ্যে হতাশায় দিন কাটাচ্ছিলেন।পাশাপাশি চলছিল খাদ্য সংকটও।সেই সংকটময় পরিস্থিতির কথা পর্যালোচনা করে আমি এবং আমার সহকর্মীরা চাল,ডাল এবং আলু শতাধিক দুঃস্থ মানুষজনের হাতে তুলে দিয়ে তাদের পাশে সহযোগিতার সহহাত বাড়িয়ে দিয়ে দাঁরানোর চেষ্টা করেছি।
অন্যদিকে করোনায় সংকটময় পরিস্থিতিতে আসমত গাজী,রুহুল আমিন,সাহিদা লস্করা পুলিশদের কাছ থেকে এমন ত্রাণ পেয়ে খুশি।পুলিশের এমন উদ্যোগ কে সাধুবাদ জানিয়ে তাঁদের পাশে উপস্থিত ছিলেন ক্যানিংয়ের পশ্চিমের বিধায়ক শ্যামল মন্ডল।