শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কেউ তাদের বাধা দেওয়ার নেই

News Sundarban.com :
মার্চ ২৮, ২০২০
news-image

প্রাণঘাতি করোনাভাইরাস আতঙ্ক এখন সারাবিশ্বেই। বিশ্বের বিভিন্ন দেশের মতো করোনার কারণে ভারতেও লকডাউন চলছে। এ কারণে রাস্তাঘাট, বাজার কিংবা সমুদ্র সৈকত, কোথাও নেই মানুষের ভিড়। আর এই সুযোগে ওড়িষার রুশিকুল্যা সমুদ্র সৈকত দখল করে নিয়েছে লাখ লাখ কচ্ছপ। তারা আসছে, ঘুরে বেড়াচ্ছে, বিশ্রাম নিচ্ছে, আবার ডিমও পাড়ছে। কেউ তাদের বাধা দেওয়ার নেই। তুলে নিয়ে যাওয়ার কেউ নেই। বিনাবাধায় সৈকতের এপ্রান্ত থেকে ওপ্রান্তে ঘুরে বেড়াচ্ছে তারা। একেই বোধ হয় বলে কারও পৌষমাস, কারও সর্বনাশ!

সারা ভারতে করোনার কারণে লকডাউন চলছে। ২১ দিন মানুষের বাড়ি থেকে বের হওয়া বন্ধ। আর তাই পোয়া বারো পশুপাখিদের।