আগামিকাল কলকাতায় কম চলবে মেট্রো

কার্ফুর ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই প্রভাব এবার মেট্রোতেও। কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, পরিষেবা জারি থাকলেও আগামিকাল কলকাতায় কম চলবে মেট্রো। প্রতি ৩০ মিনিট অন্তর আসবে ট্রেন। এই নিয়ম নোয়াপাড়া থেকে কবি সুভাষ পর্যন্ত সব লাইনেই। রবিবার ১২৪টি ট্রেনের বদলে চলবে মাত্র ৫৪টি ট্রেন।করোনার প্রকোপ বাড়তেই আতঙ্ক দেখা গিয়েছিল পাতালেও। রাতিরাতি প্রায় দেড় লক্ষ যাত্রী সংখ্যা কমে যায় কলকাতা মেট্রোয়। কর্তৃপক্ষ জানায়, প্রতিদিন মেট্রোয় গড় যাত্রী সংখ্যা থাকে ৭ লক্ষ। তবে এবার এক ধাক্কায় কমে সেই সংখ্যাটা দাঁড়িয়েছে ৫ লক্ষ ৩২ হাজার। অন্যান্য দিনের তুলনায় গতকাল অনেকটাই ভিড় কম ছিল।