শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

পরীক্ষা কেন্দ্রে অসুস্থ ছাত্রী,পরীক্ষা দিল হাসপাতালে

News Sundarban.com :
মার্চ ১৮, ২০২০
news-image

ক্যানিং – এক উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী পরীক্ষা চলাকালীন হঠাৎই অসুস্থ হয়ে পড়ে। পরীক্ষা কেন্দ্রের দায়িত্বে থাকা শিক্ষক-শিক্ষিকা সহ নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মীরা তৎপরতার সাথে তড়িঘড়ি এই ছাত্রীকে উদ্ধার করে চিকিৎসার জন্য স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়।চিকিৎসকদের চেষ্টায় কিছুক্ষণ পর সুস্থতাবোধ করলে এই ছাত্রীকে হাসপাতালে বসেই পরীক্ষার দেয়। এমন ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার ঘুটিয়ারী শরীফ হরিহর মহাবিদ্যালয়ে।স্থানীয় সুত্রে জানাগেছে বুধবার উচ্চমাধ্যমিকের ইতিহাস পরীক্ষা ছিল।দাঁড়িয়া জে এল এন হাই স্কুলের ছাত্রী নিয়াজবানু পুরকাইত। তার উচ্চমাধ্যমিক পরীক্ষার সীট পড়েছিল ঘুটিয়ারী শরীফের হরিহর মহাবিদ্যালয়ে।এদিন যথারীতি সে পরীক্ষা দিতে গিয়েছিল। -২০, পরীক্ষা চলাকালীন হঠাৎই অসুস্থ হয়ে পড়ে। পুলিশ কর্মীরা ও শিক্ষক শিক্ষিকারা এই ছাত্রীকে উদ্ধার করে ঘুটিয়ারী শরীফ গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য। চিকিৎসার বেশকিছুক্ষণ পর সুস্থ হওয়ায় পরীক্ষা দেওয়ার আবেদন জানালে তাকে হাসপাতালে বাকি পরীক্ষার দেওয়ার বন্দোবস্ত করেন শিক্ষা দপ্তরের ঘুটিয়ারী শরীফ সার্কেলের এস আই পিযুস পড়ুয়া এবং ঘুটিয়ারী শরীফ ফাঁড়ির পুলিশ ।