লন্ডন থেকে দেশে ফিরেছেন মিমি চক্রবর্তী ও জিৎ

দেশজুড়ে জারি সতর্কতার মাঝেই বুধবার সকালে লন্ডন থেকে দেশে ফিরেছেন মিমি চক্রবর্তী ও জিৎ। এদিন কলকাতা বিমানবন্দরে নামা মাত্রই বিভিন্ন রকম পরীক্ষানিরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয় দুই তারকাকে। সরকারি নির্দেশিকা মেনেই বিমানবন্দর থেকে সোজা বাড়িতে গিয়ে আইসোলেশনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন দুই তারকা।
বুধবার সকালে কলকাতা বিমানবন্দরে নামার পর মিমি চক্রবর্তী জানান, আগামী ১৪ দিন বাড়িতেই থাকবেন তিনি। সরকারি নির্দেশিকা মেনেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। একইসঙ্গে বন্ধ করে দেওয়া হয়েছে সাংসদের পাটুলির অফিসও। তবে এদিন বিমানবন্দরে সাংসদ মিমির মুখে কোনও মাস্ক ছিল না। যা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। লন্ডনে করোনা আক্রান্তের সংখ্যা ক্রমাগত বাড়ছে। অথচ সেখান থেকে ফেরার পরেও মিমির মুখে মাস্ক নেই কেন? উঠছে প্রশ্ন। তবে জিৎ, অভিষেকদের মাস্ক পরে থাকতে দেখা গিয়েছে।