করোনাভাইরাসের (CoV) মারণ ভাইরাল স্ট্রেন সার্স-সিওভি-২ এর সংক্রমণ রুখতে নতুন ভ্যাকসিন তৈরির কথা আগেই গোষণা করেছিল ন্যাশনাল ইনস্টিটিউট অব হেল্থ। তবে সেই ভ্যাকসিনের রাসায়নিক গঠন বা নাম তারা সামনে আনেনি। গতকাল, সোমবার থেকেই ক্লিনিকাল ট্রায়াল শুরু হয়েছে এই ভ্যাকসিনের। মোডার্না বায়োটেকনোলজি ফার্মের সঙ্গে এই এমআরএনএ ভ্যাকসিন তৈরির কাজ করছিলেন ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকসিয়াস ডিজিজ (NIAID)-এর ভ্যাকসিন রিসার্চ সেন্টারের (VRC)বিজ্ঞানীরা। গোটা বিষয়টার তত্ত্বাবধানে ছিল এনআইএইচ। অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে পোস্ট করে মোডার্নার তরফে জানানো হয়েছে, এই ভ্যাকসিনের প্রথম ধাপ পার করে ফেলা গেছে। যে ডোজের ক্লিনিকাল ট্রায়াল হয়েছে সেটা Phase-1 পরীক্ষায় পাশ করেছে।
এখনও অবধি ভ্যাকসিনের ক্লিনিকাল ট্রায়ালে কোনও গলদ হয়নি
News Sundarban.com :
মার্চ ১৮, ২০২০
