শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

৩১ মার্চ পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলির বন্ধ রাখার সিদ্ধান্ত রাজ্যের

News Sundarban.com :
মার্চ ১৬, ২০২০
news-image

আগামী ৩১ মার্চ পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলির বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার। সোমবার, নবান্নের বৈঠক সেরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন, ১৫ এপ্রিল পর্যন্ত সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হচ্ছে। আইসিডিএস কেন্দ্রগুলিও বন্ধ থাকবে ১৫ এপ্রিল পর্যন্ত। বাড়িতে পৌঁছে দেওয়া হবে চাল-ডাল। স্কুল-কলেজের হোস্টেলগুলিকে বন্ধ রাখা হচ্ছে। প্রশাসনিক কাজকর্ম কীভাবে হবে, তা কর্তৃপক্ষের উপর ছেড়ে দেওয়া হয়েছে। স্কুল-কলেজের পরীক্ষা চালু থাকবে।

মুখ্যমন্ত্রী জানান, করোনাভাইরাস মোকাবিলায় প্রতিষেধক তৈরি হয়নি। এর একমাত্র ওষুধ প্রিভেনশন। রোগী ফিরিয়ে না দেওয়ার অনুরোধ করেন বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের কাছে। জমায়েত হয় এমন কোনও অনুষ্ঠান থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি। সিনেমা হল, অডেটোরিয়াম বন্ধ রাখারও অনুরোধ জানান মমতা বন্দ্যোপাধ্যায়।