শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

বাইক দুর্ঘটনায় গুরুতর জখম ২

News Sundarban.com :
মার্চ ১৫, ২০২০
news-image

 

-বাইক দুর্ঘটনায় গুরুতর জখম হলেন বাইক চালক সহ দুজন। ঘটনাটি ঘটেছে রবিবার সকালে দক্ষিণ ২৪ পরগনা জেলার ক্যানিং থানার সাতমূখী বাজার সংলগ্ন ক্যানিং-হেড়োভাঙ্গা রোডের সুন্দরবন একাডেমি স্কুলের কাছে।
গুরুতর জখম হয়েছেন বাইক চালক নারায়ণ সরদার ও বাইক আরোহী বিনোদ দাস।
স্থানীয় সুত্রে জানাগেছে শনিবার রাতে দিঘীরপাড় গ্রাম পঞ্চায়েতের কালীমন্দির এলাকার কালীমন্দিরে শতাব্দী প্রাচীন বাৎসরিক কালীপুজোর অনুষ্ঠান চলছিল।ক্যানিং মহকুমা সহ জেলার অন্যান্য বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ভক্ত এসেছিলেন এই শতাব্দী প্রাচীন কালীপুজো দেখতে।তেমনই পুজোর আনন্দে মেতে উঠেছিলেন স্থানীয় এলাকার দুই বাসিন্দা নারায়ণ সরদার ও বিনোদ দাস।পুজো শেষ হতেই রবিবার সকালে বাইক চালিয়ে সাতমূখী বাজার যাচ্ছিলেন বাইকে তেল ভরতে।আচমকা সাতমুখী বাজার সংলগ্ন সুন্দরবন একাডেমী স্কুলের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে স্থানীয় যাত্রী প্রতিক্ষালয়ে সজোরে ধাক্কা মারলে বাইক থেকে দুজন ছিটকে পড়ে যায়।গুরুতর জখম হয় দুজন। ঘটনাস্থল থেকে গৌর মন্ডল ও পথচারীরা তাদের কে উদ্ধার করে চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসে। দুজনের অবস্থা আশাঙ্কাজনক হওয়ায় তাদের কে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করেন ক্যানিং মহকুমা হাসপাতালের চিকিৎসকরা।