শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

আইপিএল আসর প্রায় একমাসের জন্য স্থগিত

News Sundarban.com :
মার্চ ১৩, ২০২০
news-image

 

করোনাভাইরাসের কারণে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসর প্রায় একমাসের জন্য স্থগিত করা হয়েছে। আগামী ২৯ মার্চ আসরটি শুরু হওয়ার কথা থাকলেও তা মাঠে গড়াবে ১৫ এপ্রিল। আজ এ ঘোষণা দিয়েছে আইপিএল গভর্নিং কাউন্সিল ও বিসিসিআই।চলতি বছরের শুরুতে চীনে মহামারি আকার ধারণ করা করোনাভাইরাস ফেব্রুয়ারিতে আক্রমণ করে দক্ষিণ এশিয়াতে। বড় জনগোষ্ঠীর দেশ ভারতে ছড়িয়ে পড়তে সময় লাগেনি। এখন পর্যন্ত দেশটিতে ৭৬ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। মারাত্মক ছোঁয়াচে এই ভাইরাসে আক্রান্ত হয়ে ভারতে একজনের মৃত্যুও হয়েছে।করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে ভারতে। তবে মূল যে নির্দেশনাগুলো দেওয়া হয়েছে- তার মধ্যে প্রথমেই আছে জনসমাগম এড়িয়ে চলা। আইপিএলের মত জনপ্রিয় আসরে দর্শকদের আগ্রহ থাকে তুঙ্গে। আবার দর্শক ছাড়া টুর্নামেন্ট মাঠে গড়ালে আয়োজক ও ফ্র্যাঞ্চাইজিদের আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে।