আগামী বসন্ত

আগামী বসন্ত
সুভাষ চন্দ্র দাশ
কোন কিছুতেই হৃদয় ছুৃঁইতে পারিনি আমি,
হাত ধরা দূরের কথা —
অবহেলা দিয়ে সরে গেলে!
এখন থাকনা সে সব না বলা কথা।
হয়তো পাবেনা সাড়া মৃত শ্রাবণের,
প্রতি রাতের স্বপ্নে তুমি ছিলে-
সারাক্ষণ রয়েছে হৃদয়ের কল্পনায়!
দেখেছি কত নিত্য নতুন অপরুপ রুপের বাহার,
এসে ছিলে আমার কোমল মনে আঁচড় দিতে,
দেখেছি কত এখনও তবুও দেখা হয়নি!
দাঁড়িয়ে রয়েছি তাই জ্বলন্ত চিতায়।
ফিরে আসেনি আর সেই মাঝ রাতে,
এখনো দাঁড়িয়ে সেই জ্বলন্ত চিতার পাশে-
ফেরা হয়নি আর নতুন পলাশের বসন্তে! কোকিলের কন্ঠে রক্ত উঠেছে কুহু কুহু ডাকে,
চৈত্রের প্রখর দাবদাহে যদি নিভে যায় চিতা,
শান্তি হয়তো পেতে পারি?
আগামী কোন এক রঙীন বসন্তে।
ক্ষি্্