বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

মিথানলের বিষক্রিয়ায় মৃত্যু ২৭

News Sundarban.com :
মার্চ ১০, ২০২০
news-image

 

মদপানে করোনা বাসা বাঁধতে পারে না শরীরে -এমন ভুল ধারণার বশবর্তী হয়ে ইরানে প্রাণ গেল ২৭ জনের।মিথানলের বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে এবিসি নিউজ।

চীন, ইতালির পর ইরানে ইতিমধ্যেই প্রায় আড়াইশো জন করোনায় প্রাণ হারিয়েছেন। আক্রান্তের সংখ্যা হাজারেরও বেশি। এ নিয়ে আতংকে মানুষ। এমন পরিস্থিতিতে ইরানে গুজব রটে, অ্যালকোহল মানুষকে করোনার থেকে বাঁচাতে পারে। এই গুজবে পা দিয়েছিল অনেকেই। আর তার মাশুলও গুনতে হল।

ইতিমধ্যেই গোটা দেশে ২৭ জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে ২০ জন দক্ষিণ পশ্চিমের কুজেস্তানের বাসিন্দা। বাকি ৭ জন  উত্তরের আলবরজ প্রদেশের বাসিন্দা। এ ছাড়া হাসপাতালে ভর্তি আছেন ২১৮ জন। তাদের শরীরেও বিষক্রিয়ার লক্ষণ দেখা গেছে।

ইরান প্রশাসন জানায়, গুজবে অনেকেই বিভ্রান্ত হয়ে পড়েছিলেন। তাই মিথানল খেয়েছিলেন তারা। মাত্রাতিরিক্ত পান করলে লিভারের ক্ষতি হয়। কোনও কোনও ক্ষেত্রে তো মৃত্যুও ঘটে। এক্ষেত্রেও তাই হয়েছে।