শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

ক্যানিংয়ে পথ দুর্ঘটনায় গুরুতর জখম গীতিনাট্য দলের ৫ শিল্পী

News Sundarban.com :
মার্চ ৬, ২০২০
news-image

ক্যানিং – এক পথ দুর্ঘটনা গুরুতর জখম হলেন ৫ জন শিল্পী। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে দক্ষিণ ২৪ পরগনা জেলার ক্যানিংয়ে মাতলা ব্রীজ সংলগ্ন রোডে। ঘটনায় গুরুতর জখম হয়েছে “আদি জয় মা কালি মনসা যাত্রা” ইউনিটের শিল্পীরা।
স্থানীয় সুত্রে জানাগেছে এদিন সকালে এই যাত্রা সংস্থার আটজন শিল্পী একটি মোটরচালিত ইঞ্জিন ভ্যানে চেপে বাসন্তী থানার নফরগঞ্জ থেকে জয়নগর এ যাচ্ছিলেন অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। আচমকা ক্যানিংয়ের মাতলা ব্রীজ সংলগ্ন রাস্তার উপর মোটর চালিত ইঞ্জিন ভ্যান টি ভেঙে পড়ে। ঘটে দুর্ঘটনা। আর এই এই দুর্ঘটনায় গুরুতর জখম হন পাঁচজন শিল্পী।স্থানীয় পথচারীরা জখম শিল্পী সুকুমার মন্ডল,বন্দনা সরদার,শ্যামলী মন্ডল,প্রবীর মন্ডল,তাপস মন্ডলদের কে উদ্ধার করে চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায়।বর্তমানে পাঁচজন শিল্পী ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। জখমদের মধ্যে তাপস মন্ডল ও শ্যামলী মন্ডলের আঘাত গুরুতর হওয়ায় তাদের অবস্থা আশাঙ্কাজনক।