মাংস কিনলেই পেঁয়াজ ফ্রি

করোনার প্রভাব পড়েছে কলকাতার মুরগির বাজারেও। শুধু কলকাতাতেই নয় গোটা পশ্চিমবঙ্গে করোনা ছড়িয়ে পড়া গুজব আর নানারকম ভুয়া পোস্টের জন্য একধাক্কায় শহরে মুরগির মাংসের বিক্রি কমে গেছে প্রায় ৩০ থেকে ৫০ শতাংশের কাছাকাছি।
ভারতের এইসময় জানায়, এই পরিস্থিতিতে নতুন ফন্দি এঁটেছেন সোদপুরের সুখচর বাজারের মুরগির মাংসের বিক্রেতারা। মাংস কিনলেই আড়াইশো গ্রাম করে পেঁয়াজ ফ্রি দিচ্ছেন তারা।
রাজ্যের মুরগির মাংস বিক্রেতাদের ভাষ্য, এই ধরণের গুজব ছড়ানোর কোনও অর্থ হয় না।