প্রবেশপথে দর্শকদের জন্য মেডিকেল স্ক্রিনিংয়ের ব্যবস্থা

চীন থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস শনাক্ত হয়েছে পাকিস্তানেও। তবে জমায়েতধর্মী অনুষ্ঠান বাতিলের কারণ দেখছে না দেশটির সরকার। যে কারণে চলমান পাকিস্তান সুপার লিগের খেলা শিডিউলমতোই চলবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে সতর্কতার অংশ হিসেবে করাচি স্টেডিয়ামের প্রবেশপথে দর্শকদের জন্য মেডিকেল স্ক্রিনিংয়ের ব্যবস্থা করা হচ্ছে।
আগামী মাসে করাচির এ মাঠেই বাংলাদেশ দলের একটি ওয়ানডে ও একটি টেস্ট খেলার কথা। ইতোমধ্যে করোনাভাইরাস ইস্যুতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে যোগাযোগ করার কথা জানিয়েছে বিসিবি।