শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

জীবিকার তাগিদে জীবনের ঝুঁকি নিয়ে খেলা

News Sundarban.com :
মার্চ ৫, ২০২০
news-image

 

ক্যানিং – ওদের কোন নির্দিষ্ট বাড়ি-ঘর নেই। সঠিক ঠিকানাও নেই। এক প্রকার ওরা যাযাবর। আজ এখানে তো কাল ওখানে।সংসার ধর্ম সবই আছে। নেই কোন স্থায়ীত্ব। ওদের নির্দিষ্ট কোন কাজ নেই। ফলে জীবন জীবিকার তাগিদে ছোটখাটো সার্কাস দেখিয়ে যা আয় তাই দিয়ে ওরা সংসার চালায়।জীবন জীবিকার তাগিদে বিভিন্ন ধরনের ঝুঁকির খেলা দেখিয়ে সাধারণ মানুষের মন জয় করে থাকে এরা।আর এই সব খেলা দেখায় এদেরই ছোট ছোট ছেলে মেয়েরা।যাদের এই বয়সে বইয়ের ব্যাগ কাঁধে নিয়ে স্কুলের যাওয়ার কথা।বুধবার বিকালে ক্যানিং ষ্টেশনের কাছেই এমন ঝুঁকিপূর্ণ খেলা শুরু হতেই শয়ে শয়ে সাধারণ লোকজন জমায়েত হয়ে যায়।জীবিকার তাগিদে ছোট্ট শিশু যখন আপন মনে তার খেলা দর্শকদের সামনে তুলে ধরতে ব্যস্ত। তখন সাধারণ লোকজন তারিয়ে তারিয়ে উপভোগ করলেন শিশুটির ঝুঁকি পূর্ণ খেলা।যে কোন মুহূর্তে ঘটে যেতে পারে বড়সড় দুর্ঘটনা।নিত্যযাত্রী অনিমা মিস্ত্রী,কমল মন্ডলরা বলেন যতই ওরা যাযাবর প্রজাতির হোক না কেন শিশুদের দিয়ে এমন ঝুঁকিপূর্ণ খেলা অবশ্যই বন্ধ করা উচিৎ।
যদিও নাম জানাতে অনিচ্ছুক প্রশাসনের এক কর্তা জানিয়েছেন “এরা মূলত শিশু শ্রমিকের আওতায় পড়ে। কিন্তু এদের নির্দিষ্ট কোন জায়গা না থাকায় এদের কে আয়ত্বে আনা সম্ভব নয়। তারপর এরা সাধারণত ছোট থেকে এমন ঝুঁকিপূর্ণ খেলায় পারদর্শী“।