শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

জীবনতলায় প্রকাশ্যে অনুষ্ঠিত হল রাজ্য সরকারে “সর্বমঙ্গলা” কর্মসুচি

News Sundarban.com :
মার্চ ৩, ২০২০
news-image

সুভাষ চন্দ্র দাশ, ক্যানিং –

রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রীর উদ্যোগে সাধারণ মানুষের সাথে,মানুষের পাশে থেকে উন্নয়ন পরিষেবা প্রদানের লক্ষ্যে প্রকাশ্যে অনুষ্ঠিত হল “সর্বমঙ্গলা”।মঙ্গলবার বিকালে দক্ষিণ ২৪ পরগনা জেলার জীবনতলা রোকেয়া মহাবিদ্যালয় মাঠে প্রদীপ প্রজ্জ্বোলনের মধ্যদিয়ে “সর্বমঙ্গলা” অনুষ্ঠানের সুচনা করেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। এছাড়াও এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয় শিক্ষা পরিষদীয় বিষয়ক বিঞ্জান ও প্রযুক্তি এবং জৈব প্রযুক্তি দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী ডঃ পার্থ চ্যাটার্জী,দক্ষিণ ২৪ পরগনা জেলার সভাধিপতি সামিমা সেখ,দক্ষিণ ২৪ পরগনা জেলার জেলাশাসক ডঃ পি উলগাথন,বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার রশিদ মুনির খান,ক্যানিংয়ের মহকুমা শাসক বন্দনা পোখরিয়াল,ক্যানিং ২ বিডিও প্রণব কুমার মন্ডল,ক্যানিং ২ পঞ্চায়েত সমিতির সভাপতি মাহমুুদা সেখ সহ অন্যান্যরি।
এদিন অনুষ্ঠানে বুলবুল ঝড়ে ক্ষতিগ্রস্ত ১৮৫৫ টি পরিবার কে ডিএম কিট দেওয়া হয়। পাশাপাশি এসএইচজি গ্রুপের ১৪ দলের ৭০০ পরিবার কে হাঁসের বাচ্চা,১০৪ টি গ্রুপের ৫২০০ টি পরিবারে মহিলাদেরমুরগী বাচ্চা,১ জন মহিলি মৎস্যচাষীর পোর্টেবল ল্যাব কিট,১৪ টি এসএইচজি মহিলা মৎস্যচাষীদের হাঁস বাচ্চা বিতরণ,মৎস্য চাষীদের তিন চাকা সাইকেল ও ইনস্যুলেটেড বক্স ৯ টি,৮০ জন উপভোক্তাকে জাতিগত শংসাপত্র,১০০ টি পরিবার কে পাট্টা বিতরন,১৮ জন কে রুপশ্রী,২০ জন উপভোক্তা কে সমব্যথী,সবুজশ্রী ২০ জন উপভোক্তা কে,৫৫ জন উপভোক্তা কে কৃষকবন্ধু,৬ জন উপভোক্তা কে ফল স্পেয়ার, ৫ উপভোক্তা কে পান চাষের শেড, ২ উপভোক্তা কে ভার্মি কম্পোষ্ট,২০ জন উপভোক্তা কে সামাজিক সুরক্ষা যোজনা,জননী সুরক্ষা যোজনায় ২০ মহিলা উপভোক্তা,২০ জন উপভোক্তা কে মানবিক, ২০ জন প্রতিবন্ধী উপভোক্তা কে ট্রাইসাইকেল,১৬১৫ জন উপভোক্তা কে বাংলার আবাস যোজনা,৫০০০ জন উপভোক্তা কে মশারী,৩ জন কে ট্রাক্টর এবং ৯০ জন উপভোক্তা কে রিভলভিং ফান্ড প্রদান করা হয় সর্বমঙ্গলা অনুষ্ঠানের প্রকাশ্য মঞ্চ থেকে। এদিন এই সর্বমঙ্গলা অনুষ্ঠানে প্রায় ১০ হাজার মহিলার উপস্থিতি যা ছিল নজর কাড়া।