অধীর চৌধুরীর বাড়িতে হামলা

নয়াদিল্লির সি ১/৪ হুমায়ুন রোডের বাংলোয় থাকেন অধীর চৌধুরী। ওই বাংলোতেই রয়েছে অধীর চৌধুরীর অফিস। মঙ্গলবার বিকেল ৫.৩০ মিনিট নাগাদ তাঁর বাড়িতে আচমকা হামলা চালায় দুষ্কৃতীরা। তাঁর নিরাপত্তারক্ষীদের গালিগালাজ করা হয় বলে অভিযোগ। ওই দুষ্কৃতীরা এরপর ঢুকে পড়ে অফিসে। অফিসে ঢুকে ফাইল ও গুরুত্বপূর্ণ নথি নষ্ট করা হয়েছে বলে অভিযোগ। কারা হামলা চালালো তা এখনও স্পষ্ট নয়। রাজনৈতিক হামলা কিনা, তাও জানা যায়নি। উত্তর-পূর্ব দিল্লিতে হিংসা নিয়ে লোকসভায় শাসক দলকে চেপে ধরেছেন কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ইস্তফাও দাবি করেছেন। সেই অধীরের দিল্লির বাড়িতে হামলা চালাল দুষ্কৃতীরা। তাঁর বাড়ির পাহারায় থাকা নিরাপত্তারক্ষীদেরও মারধর করা হয়েছে বলে অভিযোগ। সোমবার বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব লোকসভায় সরব হন অধীর চৌধুরী। উত্তর-পূর্ব দিল্লির হিংসায় আলোচনা চেয়ে শোরগোল করে বিরোধীরা। অমিত শাহের ইস্তফাও দাবি করেন। মঙ্গলবারও সংসদে শাসক দলের বিরুদ্ধে আওয়াজ তুলেছে কংগ্রেসের দলনেতা।